র‍্যাম, প্রসেসর এক! দামের ফারাক 2000 টাকার: 15 হাজারে Samsung নাকি Redmi-র 5G ফোন কিনবেন?

Samsung Galaxy F15 5G vs Redmi 13C 5G: গত বছর ভারতের স্মার্টফোন বাজারে বাজেট রেঞ্জের স্মার্টফোনের চাহিদা দেখে, Samsung...
Anwesha Nandi 8 March 2024 8:24 PM IST

Samsung Galaxy F15 5G vs Redmi 13C 5G: গত বছর ভারতের স্মার্টফোন বাজারে বাজেট রেঞ্জের স্মার্টফোনের চাহিদা দেখে, Samsung এবং Xiaomi, উভয় শীর্ষস্থানীয় ব্র্যান্ডই হালফিলে তাদের সাশ্রয়ী লাইনআপে নতুন মডেল সংযোজন করেছে। গত ৪ঠা মার্চ অর্থাৎ এই মাসের শুরুতে Samsung Galaxy F15 5G মডেলটি লঞ্চ হয়েছে, যেখানে ২০২৩ সালের শেষে ডিসেম্বরে বাজারে এসেছে Redmi 13C 5G ফোনটি। এই দুটি স্মার্টফোনের দামই ১৫ হাজার টাকার কম। কিন্তু এদের মধ্যে ফিচার ও দামের দিক দিয়ে বেশ খানিক পার্থক্য রয়েছে। এমতাবস্থায় আপনি যদি এখন কম দামে ভালো (পড়ুন লেটেস্ট) ফিচারওয়ালা ফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy F15 5G নাকি Redmi 13C 5G বেছে নেওয়া সঠিক হবে, তা আগেভাগে জেনে নেওয়া দরকার। আপনার সুবিধার জন্য এখানে আমরা এই দুটি ফোনের তুলনামূলক আলোচনা করব, যাতে করে কোন ব্র্যান্ডের ফোনটি কেনা লাভজনক হবে তা সহজেই বোঝা যাবে।

Samsung Galaxy F15 5G নাকি Redmi 13C 5G, কোনটি কেনা লাভ?

দামের তুলনা

স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে, যার মধ্যে ৪ জিবি ও ১২৮ জিবি সংস্করণটির দাম ১২,৯৯৯ টাকা এবং ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে রেডমি ১৩সি ৫জি ফোনটিও দুটি স্টোরেজ ভার্সনে উপলব্ধ – এর ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ১০,৯৯৯ টাকা, যেখানে ৬ জিবি ও ১২৮ জিবি মডেলের দাম পড়বে ১২,৪৯৯ টাকা।

স্পেসিফিকেশনের তুলনা

  • ডিসপ্লে: দুটি ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট একই – ৯০ হার্টজ। তবে স্যামসাংয়ের গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনটিতে ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে আছে, যেখানে রেডমি ১৩সি ৫জি-তে ৬.৭৪ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে।
  • পারফরম্যান্স: স্যামসাং এবং রেডমি উভয়েরই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর দেওয়া হয়েছে, সাথে আছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম। তবে সফ্টওয়্যার ফ্রন্টে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬ ওএস আছে, যেখানে রেডমি ১৩সি ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মিইউআই ১৪ ওএসের সাহায্যে চলে।
  • ব্যাটারি: স্যামসাংয়ের লেটেস্ট ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে। অন্যদিকে রেডমি ফোনটি কিনলে ১৮ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।
  • ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ সাথে আছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিপরীতে রেডমি ১৩সি ৫জি ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং VGA লেন্সযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সামগ্রিক বিচারের পর দেখা যাচ্ছে যে, Redmi 13C 5G ফোনটির দাম তুলনামূলকভাবে কম। কিন্তু ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, সফ্টওয়্যার ও ক্যামেরা ফিচারের দিক দিয়ে Samsung Galaxy F15 5G মডেলটিই এগিয়ে রয়েছে। তাই ভালো ফিচার পেতে হলে এটি বেছে নেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে।

Show Full Article
Next Story