9 হাজার টাকারও বেশি ছাড় মিলছে Samsung-এর এই দুর্দান্ত ফোনে, কেনা লাভ নাকি লস?
দশকের পর দশক ধরে বাজার মাতিয়ে রেখেছে Samsung-এর ফোনগুলি। সময়ের সাথে এগুলিতে যুক্ত হয়েছে আপগ্রেডেড ফিচারও। সেক্ষেত্রে...দশকের পর দশক ধরে বাজার মাতিয়ে রেখেছে Samsung-এর ফোনগুলি। সময়ের সাথে এগুলিতে যুক্ত হয়েছে আপগ্রেডেড ফিচারও। সেক্ষেত্রে আপনিও যদি এখন এই জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডসেট কিনতে চান তাও আবার কম বাজেটে, তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Samsung Galaxy F23 5G। এই মুহূর্তে Flipkart-এ উল্লিখিত স্মার্টফোনটি দুর্দান্ত অফারে বিক্রি হচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট ইত্যাদির সুবিধা কাজে লাগিয়ে আপনি ভাগ্যবশত ৫ হাজার টাকারও কমে এই ফোনটি হাতের মুঠোয় পেয়ে যেতে পারেন। আর এটি কিনলে বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারি ব্যাকআপ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো একাধিক প্রয়োজনীয় ফিচার ব্যবহার করা যাবে। আসুন এখন Samsung Galaxy F23 5G-তে উপলব্ধ অফার এবং ফোনটির ফিচার এক নজরে দেখে নিই।
হাজার হাজার টাকা বাঁচিয়ে কিনুন Samsung Galaxy F23 5G
এমনিতে স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২৩,৯৯৯ টাকা, তবে বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এটি ৩৭% ছাড়ে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
শুধু তাই নয়, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই স্যামসাং হ্যান্ডসেটটি কেনার চেষ্টা করলে আপনি ১০,৯০০ টাকা পর্যন্ত (শর্তাবলি প্রযোজ্য) সাশ্রয় করতে পারবেন। মানে কোনোভাবে ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস ইত্যাদি সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি কেনার জন্য খরচ হবে মাত্র ৪,০৯৯ টাকা!
Samsung Galaxy F23 5G-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ বহন করবে। উল্লেখ্য, এতে পাওয়ার কুল (power cool) টেকনোলজিও কাজে লাগানো যাবে।