একবার চার্জে চলবে দুদিন, Samsung Galaxy F34 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও এই বিশেষ প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে

Samsung ফ্যানদের জন্য বিরাট সুখবর! বিগত কয়েকদিন ধরে Samsung Galaxy F34 5G স্মার্টফোনকে ঘিরে নানা প্রকারের কানাঘুষো শোনা যাচ্ছিলো। যদিও ডিভাইসটির বিশেষত্ব বা ডিজাইন সম্পর্কিত…

Samsung ফ্যানদের জন্য বিরাট সুখবর! বিগত কয়েকদিন ধরে Samsung Galaxy F34 5G স্মার্টফোনকে ঘিরে নানা প্রকারের কানাঘুষো শোনা যাচ্ছিলো। যদিও ডিভাইসটির বিশেষত্ব বা ডিজাইন সম্পর্কিত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিলো না। কিন্তু আজ জনপ্রিয় অনলাইন শপিং সাইট Flipkart -এর সৌজন্যে আসন্ন এই Galaxy F-সিরিজ স্মার্টফোনটির ডিজাইন কিরকম হবে সেই তথ্য সামনে এসে গেল। শুধু তাই নয়, ফোনটির জন্য লাইভ করা ডেডিকেটেড পেজে ডিভাইসটির কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও উল্লেখ আছে। ফলে বলতে দ্বিধা নেই যে, Samsung Galaxy F34 5G শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে।

Samsung Galaxy F34 5G স্মার্টফোনের ডিজাইন এবং কী-ফিচার প্রকাশ্যে আনলো Flipkart

ফ্লিপকার্টের ডেডিকেটেড পেজ অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনে ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের উভয় পাশের বেজেল বেশ সরু। তবে নিম্নভাগে তুলনায় মোটা বেজেল লক্ষ্যণীয়। এই নিচের দিকে একটি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন কাটআউট রয়েছে। আর ডিভাইসটি গ্লসি ফিনিশিংয়ের সাথে আসবে।

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হয়েছে। এই পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা সব। আবার হ্যান্ডসেটের পিছনে তিনটি সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট যুক্ত ক্যামেরা মডিউল দেখা গেছে। প্রতিটি ক্যামেরা সেন্সরের জন্য স্বতন্ত্র কাটআউট বিদ্যমান এবং সেন্সরগুলি উল্লম্বভাবে ব্যাক প্যানেলের উপরের বাম কোণায় অবস্থান করছে। এছাড়া জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ব্ল্যাক এবং গ্রীন কালার বিকল্পে পাওয়া যাবে।

Samsung Galaxy F34 5G -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনের ডিজাইনের পাশাপাশি ফিচার সম্পর্কিত তথ্যও উল্লেখ আছে ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে। লিস্টিং অনুসারে, আলোচ্য ৫জি ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিট ব্রাইটনেস সমর্থিত ৬.৪-ইঞ্চির sAMOLED ডিসপ্লে সহ আসবে। এই টাচ-স্ক্রিনকে সুরক্ষিত রাখার জন্য গরিলা গ্লাস ৫ প্রোটেকশন গ্লাস ব্যবহার করা হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। এক্ষেত্রে সংস্থার দাবি, ব্যাটারিটি ফুল চার্জে দুই দিন পর্যন্ত সক্রিয় থাকবে।

এবার আসা এক ক্যামেরা বিভাগের প্রসঙ্গে। Samsung Galaxy F34 5G স্মার্টফোনে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর দেওয়া হতে পারে, যা হয়তো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি সমর্থন করবে। অন্য দুটি সহায়ক ক্যামেরার রেজোলিউশন জানা সম্ভব হয়নি। তবে আমাদের অনুমান, এগুলি ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হবে।

আপকামিং এই ডিভাইসের অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা। তবে Samsung Galaxy F34 5G স্মার্টফোনটি এক্সিনস ১২৮০ (Exynos 1280) চিপসেট চালিত Galaxy M34 5G মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে ভারতে আত্মপ্রকাশ করবে বলে মনে হচ্ছে। ফলে এদের স্পেসিফিকেশন অনেকটাই একইরকম হবে।