Samsung Galaxy F34 5G নাকি Infinix GT 10 Pro 5G, কেনার আগে জেনে নিন কোন ফোনটি আপনার জন্য সেরা হবে
চলতি মাসের প্রথমার্ধে হাই বাজেট রেঞ্জে একাধিক হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য দুটি স্মার্টফোন হল...চলতি মাসের প্রথমার্ধে হাই বাজেট রেঞ্জে একাধিক হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য দুটি স্মার্টফোন হল - ৩রা আগস্ট আত্মপ্রকাশ করা Infinix GT 10 Pro 5G এবং ঠিক এর ৪দিনের মাথায় অর্থাৎ ৭ই আগস্ট ভারতের বাজারে পা রাখে Samsung Galaxy F34 5G। উভয় মডেলই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, ৮জিবি LPDDR4x র্যাম, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন সহ এসেছে। যদিও এদের মধ্যে পার্থক্যের পরিমাণই বেশি। আর দামের মধ্যে ফারাক মাত্র ১,০০০ টাকা হওয়ার দরুন বহু ক্রেতার মধ্যে কোনটিকে বেছে নেওয়া লাভজনক হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। তাই এই সমস্যার সমাধান করতে আজ আমরা Samsung Galaxy F34 5G এবং Infinix GT 10 Pro 5G স্মার্টফোনের মধ্যে দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরবো।
Samsung Galaxy F34 5G vs Infinix GT 10 Pro 5G : ডিসপ্লে, সেন্সর
স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ স্মার্টফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৩৪০x১০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই টাচস্ক্রিন কর্নিং গরিলা ৫ দ্বারা সুরক্ষিত এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ১০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকছে।
ইনফিনিক্স জিটি ১০ প্রো স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৯০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% DCI-P3 ওয়াইড কালার গ্যামেট এবং ৯৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। নিরাপত্তা প্রদানের জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
Samsung Galaxy F34 5G vs Infinix GT 10 Pro 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ স্মার্টফোনে ৫এনএম ভিত্তিক এক্সিনস ১২৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজের সাথে এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিন পাওয়া যাবে।
ইনফিনিক্স জিটি ১০ প্রো স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ ৫জি প্রসেসরের সাথে এসেছে, যা সর্বোচ্চ ৩.০ গিগাহার্টজ রেটে ক্লক করে। এতে ৮জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ বর্তমান। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত, যা ব্লোটওয়্যার-ফ্রি অভিজ্ঞতা প্রদান করে।
Samsung Galaxy F34 5G vs Infinix GT 10 Pro 5G : ক্যামেরা সেটআপ
ছবি তোলার জন্য Samsung Galaxy F34 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার৷ আবার ডিভাইসের ডিসপ্লের উপরিভাগে থাকা ডিউ-ড্রপ নচ কাটআউটের মধ্যে ১৩ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার অবস্থান করছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Infinix GT 10 Pro ফোনে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল Samsung HM6 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। এদিকে ডিভাইসের সামনে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ৩২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা লক্ষণীয়।
Samsung Galaxy F34 5G vs Infinix GT 10 Pro 5G : ব্যাটারি, কানেক্টিভিটি
কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ স্মার্টফোনে - ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, এনএফসি, মাইক্রোএসডি কার্ড স্লট (হাইব্রিড), ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক মিলবে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ২৫ ওয়াট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও ইউজারদের চার্জার অ্যাডাপ্টারটি আলাদাভাবে কিনতে হবে।
কানেক্টিভিটি অপশন হিসাবে ইনফিনিক্সের এই ৫জি মডেলে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক সামিল রয়েছে৷ এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এই ডিভাইসে বাইপাস চার্জিং ফিচারও সমর্থন করে, যা ধারাবাহিক গেমিং সেশনের সময় ওভারহিটিংয়ের সমস্যা কমায়।
Samsung Galaxy F34 5G vs Infinix GT 10 Pro 5G : পরিমাপ
গ্যালাক্সি এফ-সিরিজের এই হ্যান্ডসেটের পরিমাপ ১৬১.৭x৭৭.২x৮.৮ মিমি এবং ওজন ২০৮ গ্রাম।
ইনফিনিক্স ব্র্যান্ডিংয়ের এই ৫জি-এনাবল মডেলটির পরিমাও ১৬২.৭x৭৫.৯x৮.১ মিমি এবং ওজনে এটি ১৮৭ গ্রাম।
Samsung Galaxy F34 5G vs Infinix GT 10 Pro 5G : দাম
এদেশে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ স্মার্টফোনটি মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিটেন্টের দাম ১৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ২০,৯৯৯ টাকা। এটিকে - ইলেক্ট্রিক ব্ল্যাক এবং মিস্ট্রি গ্রীন কালারে পাওয়া যাচ্ছে।
ভারতের বাজারে ইনফিনিক্স জিটি ১০ প্রো স্মার্টফোনের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা একক ভ্যারিয়েন্টের। আলোচ্য হ্যান্ডসেট - সাইবার ব্ল্যাক এবং মিরাজ সিলভার কালার বিকল্পে উপলব্ধ। যার মধ্যে 'মিরাজ সিলভার' বিকল্পটি UV লাইট রূপান্তরিত করতে সক্ষম।