Samsung Galaxy F54 5G আজ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আজ ভারতে আসছে, দাম কত রাখা হবে

Samsung Galaxy F54 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে, যার দাম রাখা হবে ৩০,০০০ টাকার কাছাকাছি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ইতিমধ্যেই ডিভাইসটির জন্য একটি মাইক্রো সাইট…

Samsung Galaxy F54 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে, যার দাম রাখা হবে ৩০,০০০ টাকার কাছাকাছি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ইতিমধ্যেই ডিভাইসটির জন্য একটি মাইক্রো সাইট তৈরি করেছে। এখান থেকে ডিভাইসটির কিছু ফিচার ও লঞ্চের সময় জানানো হয়েছে। Samsung Galaxy F54 5G আজ দুপুর আড়াইটায় (২:৩০) লঞ্চ হবে। এছাড়া দুপুর ৩টে থেকে এটি প্রি-অর্ডার করা যাবে।

Samsung Galaxy F54 5G এর ভারতে কত দাম রাখা হবে

টিপস্টার যোগেশ ব্রারের দাবি, ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি-এর দাম রাখা হবে ২৮,৯৯৯ টাকা। আর এর এমআরপি থাকবে ৩৫,৯৯৯ টাকা। এটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হবে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি এর একটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে।

Samsung Galaxy F54 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

Samsung Galaxy F54 5G ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে এক্সিনস ১৩৮০ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম। আবার এর সামনে দেখা যাবে ১২০ হার্টজ এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।

ক্যামেরার কথা বললে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর
আর সেলফির জন্য, এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F54 5G ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন