Samsung Galaxy F54 5G ভারতে বাহুবলী ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল , দাম কত
Samsung Galaxy F54 5G আজ ভারতে লঞ্চ হল। এই ফোনের দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। ফিচারের কথা বললে এতে পাওয়া যাবে...Samsung Galaxy F54 5G আজ ভারতে লঞ্চ হল। এই ফোনের দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। ফিচারের কথা বললে এতে পাওয়া যাবে এক্সিনস ১৩৮০ প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার Samsung Galaxy F54 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আসুন এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি এর দাম: Samsung Galaxy F54 5G Price in India, Pre Order
ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৭,৯৯৯ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে - মিটিওর ব্লু ও স্টারডাস্ট সিলভার।
আজ অর্থাৎ ৬ জুন দুপুর ৩টে থেকে Flipkart ও Samsung.com এর গ্যালাক্সি এফ৫৪ ৫জি প্রি-অর্ডার শুরু হয়েছে।
Samsung Galaxy F54 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Samsung Galaxy F54 5G ফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এর সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা। আর অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর সহ আসা এই ডিভাইসে মালি-জি৬৮ এমপি৫ (Mali-G68 MP5) জিপিইউ উপস্থিত। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার ও OIS সমর্থন সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
সিকিউরিটির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের কথা বললে, আসন্ন স্মার্টফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ডুয়াল সিম স্লট, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। স্যামসাংয়ের তরফে বলা হয়েছে, এতে ৪ বছরের অ্যান্ড্রয়েড ও ৫ বছরের সিকিউরিটি আপডেট আসবে।