108MP ক্যামেরার সাথে থাকবে 6000mAh ব্যাটারি, Samsung Galaxy F54 5G ফোনের দাম ফাঁস
Samsung তাদের নতুন স্মার্টফোন Galaxy F54 5G ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি আপার মিড-রেঞ্জ সেগমেন্টে আসতে...Samsung তাদের নতুন স্মার্টফোন Galaxy F54 5G ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি আপার মিড-রেঞ্জ সেগমেন্টে আসতে পারে। ডিভাইসটির লঞ্চের তারিখ সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি, তবে টিপস্টার মুকুল শর্মা ইতিমধ্যেই Samsung Galaxy F54 5G এর বিশেষ বিশেষ ফিচার সহ দাম সামনে এনেছেন। p দাবি অনুযায়ী, এই ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে। আর এর দাম প্রায় ৩৩ হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।
মুকুল শর্মা আরও বলেছেন , Samsung Galaxy F54 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আর হ্যান্ডসেটটি Galaxy M54 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। সেক্ষেত্রে এতে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যেতে পারে। আর পারফরম্যান্সের জন্য এই ফোনে এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হতে পারে।
আবার শর্মার টুইট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি মডেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে চলেছে সংস্থাটি। এছাড়া এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। আর ফোনটির প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের সঙ্গে চার্জার দেওয়া হবে না। অপারেটিং সিস্টেমের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কাস্টম স্কিনে চলবে। আর সিকিউরিটির জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো অপশন থাকবে।