Galaxy F54: দেশে কম দামে 108MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং, এপ্রিলেই লঞ্চ
স্যামসাং (Samsung) সম্প্রতি ভারতে তাদের A-সিরিজের অধীনে দুটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। তবে, এগুলি ঠিক...স্যামসাং (Samsung) সম্প্রতি ভারতে তাদের A-সিরিজের অধীনে দুটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। তবে, এগুলি ঠিক আমজনতার ধরাছোঁয়ার মধ্যে আসে না। কারণ এদেশের বাজারে Samsung Galaxy A54-এর দাম শুরু হচ্ছে ৩৮,৯৯৯ টাকা থেকে, যা মধ্যবিত্তের বাজেটের তুলনায় অনেকটাই বেশি। তবে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ভারতীয় গ্রাহকদের জন্য নতুন একটি বাজেট-ফ্রেন্ডলি হ্যান্ডসেট বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যার নাম Galaxy F54। যদিও এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এখন একটি নতুন রিপোর্টে ফোনটির কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করার পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এটি এপ্রিলে অর্থাৎ এমাসেই ভারতে লঞ্চ হবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F54 শীঘ্রই আসছে ভারতের বাজারে
স্ল্যাশলিক্স-এর দাবি, স্যামসাং এপ্রিলের শেষের দিকে ভারতে গ্যালাক্সি এফ৫৪ লঞ্চ করবে। ফোনটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে এবং এর বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই সাপোর্ট পেজ লাইভ হয়েছে। নয়া স্যামসাং গ্যালাক্সি এফ৫৪-এর রিয়ার প্যানেলে কোম্পানির সিগনেচার ট্রিপল ক্যামেরার রিং থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা মডিউলের ডিজাইনটি এবছর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এস২৩ সিরিজের ফোনগুলিতে প্রথম দেখা গিয়েছিল এবং পরে এটি মিড-রেঞ্জ এ-সিরিজের ডিভাইসগুলিতেও ব্যবহার করা হয়েছে।
সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি এফ৫৪-তে ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরার সাথে আসবে, যা ডিসপ্লের ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউটের মধ্যে অবস্থান করবে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy F54-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে, যার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত থাকতে পারে।
নিরাপত্তার জন্য, Galaxy F54 5G-তে সম্ভবত একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) ইউজার ইন্টারফেসে রান করবে। Galaxy F54 মডেলটি ৮.৪ পুরু হবে এবং এর ওজন প্রায় ১৯৯ গ্রাম হবে।