পুরো 7534 টাকা দাম কমলো Samsung এর এই 5G ফোনের, লেদার ব্যাক প্যানেল সহ রয়েছে 50MP সেলফি ক্যামেরা
স্যামসাং গ্যালাক্সি F55 5G নিজের সেগমেন্টের সবচেয়ে হালকা ফোন। বর্তমানে অ্যামাজনে এটি 7,534 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। Samsung Galaxy F55 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 26,999 টাকায় লঞ্চ হয়েছিল।
নিজের বা আপনার পরিবারের কারও জন্য ভাল ক্যামেরা সহ স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে অ্যামাজনে আপনার জন্য রয়েছে মনের মতো ডিল। ই-কমার্স সাইটটি স্যামসাংয়ের লেটেস্ট 5G ফোনে 7,534 টাকা ছাড় দিচ্ছে, তাও কোনও শর্ত ছাড়াই। আমরা কথা বলছি Samsung Galaxy F55 5G ফোনের বিষয়ে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও এখানে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার পাওয়া যায়। এই ডিভাইসে লেদার ব্যাক, 12 জিবি পর্যন্ত র্যাম, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy F55 5G ফোনে বিশাল ছাড়
স্যামসাং গ্যালাক্সি F55 5G নিজের সেগমেন্টের সবচেয়ে হালকা ফোন। বর্তমানে অ্যামাজনে এটি 7,534 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 26,999 টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু বর্তমানে এটি অ্যামাজনে বিক্রি হচ্ছে 19,054 টাকায়।
আবার ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 2,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি, এই স্যামসাং 5G ফোনের সাথে 17,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের বর্তমান অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করছে।
স্যামসাং গ্যালাক্সি F55 5G ফোনের ফিচার
এই স্যামসাং স্মার্টফোনে 6.55-ইঞ্চি ফুল-এইচডি + সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর ও 12 জিবি র্যাম সহ এসেছে। স্যামসাং গ্যালাক্সি F55 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 2-মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি F55 5G নিজের সেগমেন্টের সবচেয়ে হালকা ফোন। বর্তমানে অ্যামাজনে এটি 7,534 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। Samsung Galaxy F55 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 26,999 টাকায় লঞ্চ হয়েছিল।