Samsung ব্যবহারকারীদের ঝটকা, ফোল্ডিং ফোনে পাওয়া যাবে না আপডেট

আপনি কি Samsung-এর বহুমূল্যবান ফোল্ডেবল ফোন ব্যবহার করেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর। আসলে...
techgup 28 Oct 2022 3:42 PM IST

আপনি কি Samsung-এর বহুমূল্যবান ফোল্ডেবল ফোন ব্যবহার করেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর। আসলে সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী দিনে Samsung-এর প্রথম গ্যালাক্সি ফোল্ড (Galaxy Fold) মডেলে আর কোনোরকম অ্যান্ড্রয়েড আপডেট (Android Update) পাওয়া যাবে না। উল্লেখ্য যে, Samsung এমন একটি কোম্পানি যারা প্রথম মার্কেটে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছিল। মাত্র তিন বছর আগে এই Galaxy Fold মডেলটিকে বাজারে এনেছিল দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি সংস্থাটি। তবে সম্প্রতি কোম্পানির তরফে এই ঘোষণা মেলায় অত্যন্ত হতাশ হয়ে গিয়েছেন উক্ত ফোনটির ব্যবহারকারীরা।

Galaxy Fold মডেলটি ২০১৯ সালে বাজারে এসেছিল

আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে বহু জল্পনাকল্পনার পর স্যামসাং ২০১৯ সালে গ্যালাক্সি ফোল্ড মডেলটি আউট-অফ-দ্য-বক্স অ্যান্ড্রয়েড ৯ পাই (Android 9 Pie) অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করেছিল। তবে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি এই ফোল্ডেবল ফোনটির জন্য বেশ কয়েকটি সফ্টওয়্যার আপডেট রোলআউট করেছে, যার সুবাদে এখন সংস্থার প্রথম ফোল্ডেবল ডিভাইসটি আন্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেমে কাজ করে। যদিও হালফিলে জানা গিয়েছে যে, পরবর্তীকালে এই হ্যান্ডসেটটির জন্য সংস্থাটি আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট অফার করবে না। অর্থাৎ, আগামী দিনে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ওএস ভিত্তিক ইউআই ৫.০ (UI 5.0) আপডেট পাবে না।

৩ বছর আগে লঞ্চ হওয়ায় প্রথম Samsung Galaxy Fold মডেলটি আর কোনো Android আপডেটের জন্য এলিজিবল নয়

উল্লেখ্য যে, উক্ত মডেলটি সংস্থার একমাত্র ফোল্ডেবল ফোন, যেটিতে অ্যান্ড্রয়েড ১২-এর পর আর কোনো সফ্টওয়্যার আপডেট মিলবে না। সাধারণভাবে যে-কোনো ডিভাইসের ক্ষেত্রেই স্যামসাং সিকিউরিটি প্যাচ সহ ৩ বছরের জন্য সফ্টওয়্যার আপডেট অফার করে থাকে। সেদিক থেকে দেখতে গেলে ২০১৯ সালে লঞ্চ হওয়া আলোচ্য ডিভাইসটির বয়স ইতিমধ্যেই তিন বছর হয়ে গিয়েছে। তাই সংস্থার নিয়ম অনুযায়ী, খুব স্বাভাবিকভাবেই উক্ত ফোল্ডেবল ফোনটি আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট পাওয়ার জন্য এলিজিবল নয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২১ এবং ২০২২ সালের গ্যালাক্সি জেড ফোল্ড (Glaxy Z Fold) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ (Galaxy Z Flip) ফোনগুলি আগামী বছর অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) আপডেটের জন্য এলিজিবল হবে।

Samsung Galaxy Fold ব্যবহারকারীদের এই মুহূর্তে কোনো চিন্তা করতে হবে না

এখন প্রশ্ন হল, Samsung-এর প্রথম Galaxy Fold মডেলে আর কোনো Android আপডেট না পাওয়া গেলে ইউজাররা এই ডিভাইসটি আর কতদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন? সেক্ষেত্রে বলি, মূলত ডিভাইসকে যাবতীয় বাগ এবং হ্যাকারদের উপদ্রবের হাত থেকে সুরক্ষিত রাখার স্বার্থেই স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি সফ্টওয়্যার আপডেট রোলআউট করে। তাই আগামী দিনে আলোচ্য হ্যান্ডসেটটিতে কোনো সফ্টওয়্যার আপডেট না পাওয়া গেলেও চলতি বছরে Samsung-এর তরফে ফোনটির জন্য যে Android আপডেট অফার করা হয়েছে, তার সুবাদে আগামী এক বছর ইউজাররা নিশ্চিন্তে এই ফোনটি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, সম্প্রতি কিছুদিন আগেই বাজারে পা রেখেছে Android 13, তাই Android 12-কে এই মুহূর্তে ব্যাকডেটেড বা পুরোনো ভার্সন কোনোমতেই বলা চলে না। তাই ভবিষ্যতে নতুন Android আপডেট না পাওয়া গেলেও আপাতত Samsung-এর প্রথম Galaxy Fold মডেল ব্যবহারকারীদের ভয়ানক চিন্তায় ডুবে যাওয়ার একেবারেই কোনো কারণ নেই।

Show Full Article
Next Story