মাত্র ৬৪৯৯ টাকা থেকে Samsung ফোন, পুজোতে Galaxy M ও Galaxy F সিরিজের স্মার্টফোনে লোভনীয় অফার

সামনেই উৎসবের মরসুম। সেই উপলক্ষে OnePlus, Oppo, Redmi সহ বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের ডিভাইসের উপর ছাড় ঘোষণা...
ANKITA 24 Sept 2024 1:00 PM IST

সামনেই উৎসবের মরসুম। সেই উপলক্ষে OnePlus, Oppo, Redmi সহ বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের ডিভাইসের উপর ছাড় ঘোষণা করেছে। ব্যতিক্রম নয় Samsung -ও। তারাও জানিয়েছে যে, আসন্ন ফেস্টিভ সিজনে তাদের Galaxy M ও Galaxy F সিরিজের ফোন অনেক সস্তায় পাওয়া যাবে। ক্রেতারা এই সময় Samsung Galaxy M35 এর সাথে ৬,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া Samsung Galaxy Galaxy F05 কেনা যাবে ৬,৪৯৯ টাকায়।

Amazon Great Indian Festival‌ সেলে Samsung Galaxy M ও Galaxy F সিরিজের ফোনের সাথে বাম্পার ডিল

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে স্যামসাংয়ের বিভিন্ন স্মার্টফোন অনেক সস্তায় বিক্রি হবে। সেল চলাকালীন স্যামসাং গ্যালাক্সি এম৩৫ মাত্র ১৩,৯৯৯ টাকায় বিক্রি হবে। যেখানে এর আসল দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনে আছে ৬.৬ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে।

আর ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর।

আরও পড়ুন : Motorola ThinkPhone 2025 অসাধারণ ডিজাইন ও 3x জুম টেলিফটো ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে

আবার সেলে Samsung Galaxy M05 কেনা যাবে ৬,৪৯৯ টাকায়। সাধারণ সময় এর বেস মডেলের দাম থাকে ৭,৯৯৯ টাকা। এই ডিভাইসে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

আবার এই স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন Galaxy F05-ও গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে সস্তায় বিক্রি হবে। এটিও ৬,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনের ডিজাইন Galaxy M05 এর থেকে কিছুটা আলাদা।

Show Full Article
Next Story
Share it