৮,৪৯৯ টাকায় ৮ জিবি র‌্যাম, Samsung Galaxy M04 প্রথম সেলে লোভনীয় অফারে কেনার সুযোগ

গত ৯ই ডিসেম্বর ভারতের আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy M04। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১৬ই ডিসেম্বর ফোনটিকে সংস্থার...
Ananya Sarkar 16 Dec 2022 12:56 PM IST

গত ৯ই ডিসেম্বর ভারতের আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy M04। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১৬ই ডিসেম্বর ফোনটিকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। সেল অফার হিসেবে এই বাজেট-রেঞ্জের মডেলটিকে ১,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করে কিনে নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষত্বের কথা বললে Samsung Galaxy M04 ফোনে – FHD+ PLS LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। আর এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে ‘র‌্যাম প্লাস’ নামক ভার্চুয়াল র‌্যাম ফিচার এবং ফেস আনলক প্রযুক্তি সমর্থন করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল Samsung স্বয়ং তাদের এই নয়া মডেলে দীর্ঘ ২ বছরের ওএস আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভার্সন পর্যন্ত আপডেট পাবে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম০৪ -এর দাম ও সেল অফার (Samsung Galaxy M04 Price in India and Sale Offers)

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৯,৪৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত টপ-ভ্যারিয়েন্টকে পাওয়া যাবে ১০,৪৯৯ টাকায়। আগ্রহীরা, আজ এই মুহূর্ত থেকে স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (samsung.com) এবং ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে এই ফোনটি কিনে নিতে পারবেন। এটিকে ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত ফার্স্ট সেলে ফোনের দুটি বিকল্পকে আরো কম দামে কেনা সম্ভব। যেমন অ্যামাজনের প্রোডাক্ট পেজ থেকে জানা গেছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটিকে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ফ্লাট ১,০০০ টাকার ছাড় দেওয়া হবে। আবার স্যামসাংয়ের অফিসিয়াল সাইট থেকে ক্রয় করলেও ১,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। যার পর উক্ত ফোনের ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে যথাক্রমে ৮,৪৯৯ টাকায় এবং ৯,৪৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। এছাড়া, স্যামসাং মোবাইল অ্যাপ ডাউনলোড করে এই প্রোডাক্টটি কিনলে ৫০০ টাকা অফ মিলবে।

স্যামসাং গ্যালাক্সি এম০৪ -এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M04 specifications)

স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) PLS LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর সহ এসেছে। এতে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম পাওয়া যাবে। আবার এই ফোনে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে, যা কিনা সংস্থার ভাষায় র‌্যাম প্লাস নামে পরিচিত। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে। এদিকে গ্যালাক্সি এম-সিরিজ অধীনস্ত এই ফোন অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক ওয়ানইউআই (OneUI) কাস্টম স্কিন দ্বারা চালিত।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Samsung Galaxy M04 স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। তদুপরি, কানেক্টিভিটির জন্য আলোচ্য মডেলে – ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। নিরাপত্তার জন্য এই এন্ট্রি-লেভেল ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে ফেস আনলকের মতো বায়োমেট্রিক রিকগনেশন ফিচার মিলবে। পরিশেষে Samsung Galaxy M04 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে৷

Show Full Article
Next Story