লঞ্চ হয়েছে গত মাসে, Samsung এর সেই সুন্দর স্মার্টফোন এবার নাম পাল্টে ভারতে আসছে
স্যামসাং (Samsung) তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত Galaxy M04 নামে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোনের কাজ করছে বলে জানা...স্যামসাং (Samsung) তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত Galaxy M04 নামে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোনের কাজ করছে বলে জানা গেছে। এটি প্রথমবার জন্য গত জুলাই মাসে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা গিয়েছিল। তারপরে এটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) মতো সার্টিফিকেশন সাইটেরও অনুমোদন লাভ করেছে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি আসন্ন হ্যান্ডসেটটি সম্পর্কে এখনও কোনও বিবরণ প্রকাশ করেনি। তবে আশা করা যায়, স্মার্টফোনটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হবে কারণ এর সাপোর্ট পেজটি এখন ভারতে লাইভ হয়েছে। অনুমান করা হচ্ছে যে Galaxy M04 মডেলটি Galaxy A04e-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে লাইভ হল Samsung Galaxy M04-এর লাইভ পেজ
মাইস্মার্টপ্রাইস-এর নয়া রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম০৪-এর সাপোর্ট পেজটি স্যামসাংয়ের অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটে লাইভ হয়েছে। ফোনটিকে SM-M045F মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির সাপোর্ট পেজটি কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে ইউজার ম্যানুয়ালটি ইঙ্গিত দিচ্ছে যে, গ্যালাক্সি এম০৪ এদেশে গত মাসে নির্বাচিত কিছু অঞ্চলে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ০৪ই-এর রিব্যাজড সংস্করণ হিসেবে লঞ্চ হবে। তাই চলুন এ০৪ই-এর স্পেসিফিকেশনগুলির ওপর থেকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এ০৪ই-এর স্পেসিফিকেশন - Samsung Galaxy A04e Specifications
গত মাসে (অক্টোবর) লঞ্চ হওয়া গ্যালাক্সি এ০৪ই-তে ৬.৫ ইঞ্চির পিএলএস এলসিডি প্যানেল রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিসপ্লেটির ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। ডিভাইসটি একটি নামহীন অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত, যা সম্ভবত মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এই চিপটি ৩ জিবি / ৪ জিবি র্যামের সাথে যুক্ত। স্যামসাং গ্যালাক্সি এ০৪ই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৪.১ (এন্ট্রি-লেভেল মডেলের জন্য One UI-এর টোন্ড-ডাউন সংস্করণ) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A04e-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A04e ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটিতে একটি প্লাস্টিকের বডি রয়েছে। ফোনটির পরিমাপ ১৬৪.২ x ৭৫.৯ x ৯.১ মিলিমিটার এবং ওজন ১৮৮ গ্রাম।