৮ হাজার টাকার কমে Samsung Galaxy M05 ফোন ভারতে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Samsung Galaxy M05 আজ অর্থাৎ ১২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। ফিচারের কথা বললে এই ডিভাইসে আছে এইচডি প্লাস…

Samsung Galaxy M05 Launched In India At Price Rs 7999 Specifications

Samsung Galaxy M05 আজ অর্থাৎ ১২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। ফিচারের কথা বললে এই ডিভাইসে আছে এইচডি প্লাস এলসিডি ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আবার Samsung Galaxy M05 মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সহ এসেছে। আসুন Samsung Galaxy M05 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M05 এর ভারতে দাম ও প্রাপ্যতা

স্যামসাং গ্যালাক্সি এম০৫ এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এটি মিন্ট গ্রিন কালারে এসেছে। অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া ও অফলাইনে রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

Samsung Galaxy M05 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন সহ এসেছে, এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

আরও পড়ুন : দারুণ খবর! বাইকপ্রেমীদের হৃদয় ছুঁতে 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নতুন TVS Apache

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M05 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেকেন্ডারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন ২ মেগাপিক্সেল। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন : দৈনিক ১.৫ জিবি ডেটাতেও কুলাচ্ছে না? এই কৌশলগুলি অবশ্যই মেনে চলুন

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। ফোনটি চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ফেস আনলক, ডুয়েল সিম, ৪জি ভোল্টি, ইউএসবি টাইপ সি পোর্ট। Samsung Galaxy M05 এর ওজন ১৯৫ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন