একধাক্কায় অনেকটাই সস্তা হল Samsung Galaxy M13, লঞ্চের পর প্রথমবার দাম কমলো
Samsung গতবছরের জুলাইয়ে Galaxy M13 স্মার্টফোনটি লঞ্চ করে। যার দাম ছিল ১৫,০০০ টাকার অনেক কম। আর এটি দুটি স্টোরেজ...Samsung গতবছরের জুলাইয়ে Galaxy M13 স্মার্টফোনটি লঞ্চ করে। যার দাম ছিল ১৫,০০০ টাকার অনেক কম। আর এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে। Samsung Galaxy M13 এর এই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন থেকে কম দামে পাওয়া যাবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই 4G ফোনের মূল্য ১,০০০ টাকা কমিয়েছে। যদিও দাম কমানোর কারণ হিসেবে Samsung কিছু জানায়নি।
Samsung Galaxy M13 এর নতুন দাম
স্যামসাং গ্যালাক্সি এম১৩ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৩,৯৯৯ টাকা। তবে ১,০০০ টাকা মূল্যহ্রাসের পর ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকায় ও ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ অ্যাকুয়া গ্রীন, মিডনাইট ব্লু ও স্টারডাস্ট ব্রাউন কালারে পাওয়া যায়। ক্রেতারা Samsung Shop অ্যাপ থেকে ডিভাইসটি কিনলে আরও ২,০০০ টাকা ছাড় এবং Samsung Axis Bank এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবে।
Samsung Galaxy M13 এর স্পেসিফিকেশন ও ফিচার
Samsung Galaxy M13 ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০৮ x ১০৮০ পিক্সেল) ইনফিনিটি ভি ডিসপ্লে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। আর পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ৮৫০ প্রসেসর ও ৬ জিবি পর্যন্ত র্যাম দেওয়া হয়েছে। আবার ডিভাইসটি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। আর সফটওয়্যারের কথা বললে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Samsung Galaxy M13 ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের কথা বললে, এতে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।