এক চার্জে চলবে 6 দিন, পরশু ভারতে লঞ্চের আগেই Samsung Galaxy M14 5G এর দাম প্রকাশ্যে

স্যামসাং (Samsung) গত মাসে বাজেট রেঞ্জে Galaxy M14 5G ইউক্রেনের বাজারে লঞ্চ করেছে। এর পর থেকেই শোনা যাচ্ছিল স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে।…

স্যামসাং (Samsung) গত মাসে বাজেট রেঞ্জে Galaxy M14 5G ইউক্রেনের বাজারে লঞ্চ করেছে। এর পর থেকেই শোনা যাচ্ছিল স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে। আর এখন সব জল্পনার অবসান করে স্যামসাং এদেশের বাজারে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। যা স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রোসাইটের মাধ্যমে সামনে এসেছে। সেখান থেকে জানা গিয়েছে ফোনটির দাম ১৫,০০০ টাকারও নীচে থাকবে। মাইক্রোসাইট থেকে উঠে আসা তথ্যগুলির মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ ন্যানোমিটারের প্রসেসর এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি উল্লেখযোগ্য। তবে, ইউক্রেনে লঞ্চ হওয়ায় কারণে স্পেসিফিকেশনগুলি আর গোপন নেই। ভারতে লঞ্চ হওয়ায় আগে আসুন Samsung Galaxy M14 5G-এর সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy M14 5G লঞ্চের তারিখ, মূল্য ও উপলব্ধতা

স্যামসাং ঘোষণা করেছে যে, গ্যালাক্সি এম১৪ ৫জি ভারতে আগামী ১৭ এপ্রিল দুপুর ১২ টায় লঞ্চ হবে। ব্র্যান্ডটি ইঙ্গিত দিয়েছে যে, ডিভাইসটির দাম “১৩,XXX” টাকা হবে। এটি নির্দিষ্টভাবে ১৩,৪৯৯ টাকা বা ১৩,৯৯৯ টাকা হতে পারে। প্রসঙ্গত, ইউক্রেনে এম১৪ ৫জি-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে ৮,২৯৯ হিরভনিয়া (প্রায় ১৮,৩০০ টাকা) এবং এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য ৮,৯৯৯ হিরভনিয়া (প্রায় ১৯,৯০০ টাকা)। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি সেদেশে সিলভার, ব্লু এবং ডার্ক ব্লু কালার অপশনে পাওয়া যায়। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, স্মার্টফোনটি অ্যামাজন (Amazon), কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্বাচিত রিটেইল আউটলেটগুলিতে উপলব্ধ হবে।

Samsung Galaxy M14 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি-এর মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। ওয়েবসাইটটি নিশ্চিত করে যে, গ্যালাক্সি ফোনটি ৫ ন্যানোমিটার প্রসেস নোডে নির্মিত এক্সিনস ১৩৩০ (Exynos 1330) চিপসেট দ্বারা চালিত হবে। পরিশেষে স্যামসাং জানিয়েছে যে, গ্যালাক্সি এম১৪ ৫জি-তে শক্তিশালী ৬,০০০ ব্যাটারি থাকবে, যা ১৫৫ ঘন্টা (প্রায় ছয় দিন) অডিও প্লেব্যাক, ৫৮ ঘন্টা টকটাইম, ২৭ ঘন্টা ওয়েব ব্রাউজিং এবং ২৫ ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে৷ এগুলি ছাড়া, মাইক্রোসাইটটি আর কোনও তথ্য প্রকাশ করেনি।

তবে, ইতিমধ্যেই ইউক্রেনে Galaxy M14 5G লঞ্চ হয়েছে। তাই এর কোনও স্পেসিফিকেশনই আর অজানা নেই। এতে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ইনফিনিটি-ইউ ডিসপ্লে রয়েছে। এই ফুলএইচডি+ প্যানেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এক্সিনস ১৩৩০ প্রসেসরটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। প্রসারণযোগ্য স্টোরেজের জন্য ডিভাইসটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই (OneUI) ইউজার ইন্টারফেসে রান করে।

যদিও, স্যামসাং তাদের ভারতীয় মাইক্রোসাইটে Galaxy M14 5G-এর ক্যামেরা সেটআপের বিশদ বিবরণ প্রকাশ করেনি, তবে ইউক্রেনে উপলব্ধ মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy M14 5G-তে শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে স্যামসাং ইউক্রেনের মডেলের সাথে কোনও চার্জার সরবরাহ করেনি। এই স্যামসাং স্মার্টফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল-সিম সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং জিপিএস।