Samsung Galaxy M14 5G আগামী সপ্তাহে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হচ্ছে
গত সপ্তাহে, Samsung Galaxy M14 5G স্মার্টফোনকে 'স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ...গত সপ্তাহে, Samsung Galaxy M14 5G স্মার্টফোনকে 'স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়ার' (SIRIM) ডেটাবেসে উপস্থিতি হতে দেখা গিয়েছিল। আর আজ (১৩ই এপ্রিল) Samsung স্বয়ং তাদের এই নয়া হ্যান্ডসেটের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল। শুধু তাই নয়, Amazon India আসন্ন Samsung Galaxy M14 5G স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও লাইভ করেছে। যার দৌলতে ডিভাইসটির সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশনের সামনে এসে গেছে।
Samsung Galaxy M14 5G ভারতে কবে লঞ্চ হবে?
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি আগামী ১৭ই এপ্রিল দুপুর ১২টায় লঞ্চ হবে। কোম্পানির তরফে লঞ্চের জন্য কোনো ইভেন্টের আয়োজন করা হয়েছে কিনা তা জানা যায়নি।
Amazon থেকে সামনে এল Samsung Galaxy M14 স্মার্টফোনের ফিচার
আমরা আগেই বলেছি, জনপ্রিয় অনলাইন শপিং সাইট অ্যামাজন ইন্ডিয়াতে আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনের জন্য ইতিমধ্যেই একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। যেখানে আলোচ্য ডিভাইসটির বেশ কয়েকটি কী-স্পেসিফিকেশন উল্লেখ আছে। জানা গেছে, Samsung Galaxy M14 স্মার্টফোনে ১৩টি ভিন্ন ৫জি ব্যান্ড সমর্থন করবে এবং এতে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক সংস্থার নিজস্ব এক্সিনস ১৩৩০ চিপসেট থাকবে।
আর ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, গ্যালাক্সি এম-সিরিজের অধীনে আসন্ন এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সমর্থন করবে। আর স্যামসাং স্বয়ং নিশ্চিত করেছে যে, তাদের এই লেটেস্ট ৫জি-এনাবল ডিভাইসটি ফুল চার্জে পুরো ১৫৫ ঘন্টা অডিও প্লেব্যাক টাইম, ৫৮ ঘন্টা টকটাইম, ২৭ ঘন্টা ইন্টারনেট ইউসেজ বা ২৫ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে।
অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটটির মাধ্যমে Samsung Galaxy M14 5G স্মার্টফোনের বাহ্যিক ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টর সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, উক্ত ফোনের ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি প্লাস্টিক ব্যাক প্যানেলের সাথে আসবে। উপরন্তু, ডিভাইসটির পেছনে উল্লম্বভাবে সাজানো তিনটি বৃত্তাকার ক্যামেরা বাম্প দেখা যাবে, যা ডিজাইনের নিরিখে অনেকটা Samsung Galaxy A14 5G -এর অনুরূপ।
দামের কথা বললে, অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে থাকা একটি পোস্টারে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনের পাশে "13,XXX" লেখাটি দেখা গিয়েছে। অর্থাৎ ডিভাইসটির দাম ১৩,৪৯৯ টাকা অথবা ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে।