অবিশ্বাস্য ছাড়! 10 হাজারের কমে মিলছে Samsung-এর এই 5G ফোন, আছে 50MP ট্রিপল ক্যামেরা

Samsung-এর পোর্টফোলিওর মধ্যে 'M'-সিরিজের স্মার্টফোনগুলি কম বাজেটে 6000mAh ব্যাটারি ও আরও বিভিন্ন শক্তিশালী ফিচারের সাথে...
Anwesha Nandi 29 Feb 2024 9:44 PM IST

Samsung-এর পোর্টফোলিওর মধ্যে 'M'-সিরিজের স্মার্টফোনগুলি কম বাজেটে 6000mAh ব্যাটারি ও আরও বিভিন্ন শক্তিশালী ফিচারের সাথে আসে। সেক্ষেত্রে আপনি এখন যদি এমনই একটি 'দামে কম মানে ভালো' ফোন কিনতে চান, তাহলে আপনার জন্যে আজ ১০ হাজার টাকার কম দামে এই লাইনআপের একটি 5G ফোন কেনার সুযোগ রয়েছে৷ আসলে কোনো সেল না চললেও, এই মুহূর্তে Amazon India-তে 50MP রিয়ার ক্যামেরা, 6000mAh ব্যাটারি, 128GB স্টোরেজ ইত্যাদি ফিচারওয়ালা Samsung Galaxy M14 5G মডেলটি বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি এটিতে প্রায় অর্ধেক টাকা দাম বাঁচাতে পারবেন।

সেল ছাড়াই ৮ হাজার টাকার ছাড় Samsung Galaxy M14 5G-তে

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল মূল্য ১৭,৯৯০ টাকা, তবে এখন এটি অ্যামাজনে বড় ডিসকাউন্টে ৯,৯৯০ টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে। মানে আপনি এতে সরাসরি ৮,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। আবার এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ১০% অতিরিক্ত ছাড় হিসেবে পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, এই 'গ্যালাক্সি' থুড়ি স্মার্টফোনটি কেনার সময় পুরোনো ফোন বদলে নিলে ৯,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানো যেতে পারে। সব মিলিয়ে এটি অনেক কম খরচেই হাতের মুঠোয় পাওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, এক্সচেঞ্জের ছাড়ের পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনটির ব্র্যান্ড/মডেল, বর্তমান ফিজিক্যাল কন্ডিশন এবং এরিয়া পিনকোডের ওপর।

Samsung Galaxy M14 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ২৪০৮×১০৮০ পিক্সেল) সুপার এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে এক্সিনস ১৩৩০ প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি অফার করবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটিতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (অ্যাপারচার এফ/১.৮) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Show Full Article
Next Story