Samsung নতুন প্রসেসর দিয়ে নয়া 5G ফোন লঞ্চ করবে, 50MP ক্যামেরা ও Andriod 13 থাকবে

দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রখ্যাত প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) বর্তমানে একগুচ্ছ নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি, আসন্ন Galaxy A14 4G এবং…

দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রখ্যাত প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) বর্তমানে একগুচ্ছ নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি, আসন্ন Galaxy A14 4G এবং A14 5G-কে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে। আর এখন Galaxy M14 5G নামে একটি নতুন M-সিরিজের হ্যান্ডসেটও গিকবেঞ্চে উপস্থিত হয়েছে। এই বেঞ্চমার্ক তালিকাটি ডিভাইসটির প্রসেসর, অপারেটিং সিস্টেম এবং র‌্যাম ক্ষমতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। চলুন তাহলে Galaxy M14 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M14 5G-কে দেখা গেল Geekbench-এ

মাইস্মার্টপ্রাইস-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, SM-M146B মডেল নম্বর সহ একটি স্যামসাং স্মার্টফোন গিকবেঞ্চ ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই মডেলটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি বলেই মনে করা হচ্ছে। সাইটের তালিকা অনুযায়ী, ফোনটি এক্সিনস এস৫ই৮৫৩৫ (Exynos s5e8535) মডেল নম্বরের একটি অক্টা-কোর চিপসেটের সাথে আসবে, যার সাথে ৪ জিবি র‍্যাম যুক্ত থাকবে। চিপটিতে দুটি ২.৪ গিগাহার্টজের কোর এবং ছয়টি ২.০ গিগাহার্টজ গতির এফিসিয়েন্সি কোর রয়েছে। এই প্রসেসরের নাম এখনও জানা যায়নি, তবে এটি অঘোষিত এক্সিনস ১৩৩০ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, গিকবেঞ্চ তালিকায় প্রকাশ করা হয়েছে, এই নতুন স্যামসাং হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এটি সম্ভবত তিনটি বড় আপডেট পাবে। আর বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর টেস্টে ৭৫১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২০৫১ পয়েন্ট অর্জন করেছে।

Galaxy M14 5G মডেলটি Galaxy A14 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই Galaxy A-সিরিজের ফোনটিকেও সম্প্রতি গিকবেঞ্চে দেখা গিয়েছিল এবং শোনা যাচ্ছে এটি শীঘ্রই বাজারে লঞ্চ হবে। হ্যান্ডসেটটিতে ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে বলে জানা গেছে। এটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

উল্লেখ্য, এই নয়া M-সিরিজের স্মার্টফোনটি সম্পর্কে স্যামসাং এখনও কোনও তথ্য প্রকাশ করেনি। আশা করা যায় যে, স্যামসাং ভারত এবং অন্যান্য অঞ্চলে ২০২৩ সালের প্রথম দিকেই ডিভাইসটি লঞ্চ করবে। তাই এই হ্যান্ডসেটটি সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ শীঘ্রই জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *