Amazon Sale: প্রথমবার বিপুল ছাড়ে মিলছে Samsung-এর এই 5G ফোন, আছে 1699 টাকার ফ্রি গিফ্টও
ভারতের বাজারে Samsung-এর বাজেট রেঞ্জের ফোনের যে জনপ্রিয়তা, তার পেছনে অনেকটাই অবদান কোম্পানির 'M'-সিরিজের...ভারতের বাজারে Samsung-এর বাজেট রেঞ্জের ফোনের যে জনপ্রিয়তা, তার পেছনে অনেকটাই অবদান কোম্পানির 'M'-সিরিজের স্মার্টফোনগুলির – কেননা, এই ডিভাইসগুলি সাধারণত কম দামে 6000mAh ব্যাটারি ও আরও নানা শক্তিশালী ফিচার অফার করে থাকে। সেক্ষেত্রে হাজার হাজার ইউজারের এই পছন্দের কথা মাথায় রেখে Samsung কয়েক সপ্তাহ আগে Samsung Galaxy M15 5G নামের একটি নতুন ফোন লঞ্চ করেছে, যেটি এখন Amazon Great Summer Sale-এ চরম সস্তায় কেনার জন্য উপলব্ধ৷ আপনি এটি ১০ হাজার টাকার কমে কিনে sAMOLED স্ক্রিন, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি ইত্যাদি ফিচার উপভোগ করতে পারবেন।
Amazon Sale-এর দরুন প্রথমবার সস্তা হল Samsung Galaxy M15 5G
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ১৫,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজন গ্রেট সামার সেলে এটি ২৫% ছাড়ে ১১,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে পেমেন্টের সময় নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যার ফলে এর দাম ১০ হাজার টাকার কাছাকাছিতে নেমে আসবে।
আবার, এই স্মার্টফোনটি কেনার সময় পুরোনো মোবাইল বদলে নিলে ১১,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেবে কোম্পানি। মানে সব মিলিয়ে ১০,০০০ টাকার চেয়েও অনেক কম খরচেই হাতের মুঠোয় পাওয়া যেতে পারে স্যামসাংয়ের এই 'গ্যালাক্সি'। তবে, এক্সচেঞ্জের ছাড়ের যথাযথ অঙ্কটা নির্ভর করবে যে পুরোনো ফোনটি বদলানো হচ্ছে তার ব্র্যান্ড/মডেল, বর্তমান ফিজিক্যাল কন্ডিশন ইত্যাদি শর্তাবলির ওপর।
সবচেয়ে বড় ব্যাপার হল যে, স্যামসাং এমনিতে এখন তার স্মার্টফোনের সাথে চার্জিং অ্যাডাপ্টার দেয়না, আলাদা করে তা কিনতে হয় – কিন্তু অ্যামাজন গ্রেট সামার সেলে কোম্পানির এই স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি মডেল অর্ডার করলে সেই ঝামেলাও থাকছেনা। কেননা এতে ১,৬৯৯ টাকা মূল্যের চার্জার ফ্রি মিলবে।
Samsung Galaxy M15 5G-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৩৪০×১০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটিতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (অ্যাপারচার এফ/১.৮) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।