এই বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া Samsung Galaxy M15 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

আপনি যদি Samsung ব্র্যান্ডের কোনো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy M15 5G ডিভাইসটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ কাউন্টার পয়েন্টের…

আপনি যদি Samsung ব্র্যান্ডের কোনো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy M15 5G ডিভাইসটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এই ফোনটি সবথেকে বেশি বিক্রি হওয়া সেরা স্মার্টফোনের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। আর এখন জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকে এই ডিভাইসটি কিনলে পেয়ে যাবেন দুর্দান্ত ডিল ও ডিসকাউন্ট। আসুন জেনে নেওয়া যাক Samsung Galaxy M15 5G হ্যান্ডসেটে কোন কোন ফিচার রয়েছে এবং Flipkart এর সাথে কি কি অফার দিচ্ছে।

Samsung Galaxy M15 5G হ্যান্ডসেটের সাথে প্রাপ্ত অফার

Samsung Galaxy M15 5G ফোনটির ৬ জিবি ভ্যারিয়েন্টটি ১৪,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন এটি Flipkart-এ ১২,৬৮০ টাকায় উপলব্ধ। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাচ্ছে ৫ শতাংশ ক্যাশব্যাক অফার। উল্লেখ্য, আপনি যদি Amazon থেকে এই ডিভাইসটি কেনেন, তাহলে আপনি ১,২৯৭ টাকা মূল্যের একটি ২৫ ওয়াটের চার্জার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

Samsung Galaxy M15 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ডিভাইসে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আবার এতে দেওয়া হয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে।

আর ক্যামেরার কথা বললে, Samsung Galaxy M15 5G ডিভাইসে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল শুটার। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলের জন্য এতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে রয়েছে ৬০০০ এমএএইচের ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।