ডিসকাউন্টের সাথে বিনামূল্যে 1699 টাকার গিফট, Samsung Galaxy M15 5G আজ কিনলে অনেক লাভ

গতকাল অর্থাৎ 9ই এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M15 5G। ফোনটি আজ অর্থাৎ লঞ্চের মাত্র একদিনের মাথায় বিশেষ অফারের...
techgup 10 April 2024 1:29 PM IST

গতকাল অর্থাৎ 9ই এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M15 5G। ফোনটি আজ অর্থাৎ লঞ্চের মাত্র একদিনের মাথায় বিশেষ অফারের সাথে বেশখানিকটা সস্তায় কিনে নেওয়া সুযোগ পেয়ে যাচ্ছেন দেশবাসী। সেল অফারের অংশ হিসাবে এর সাথে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট মিলবে। তবে সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার, একটি চার্জিং অ্যাডাপ্টার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এই ফোনের সাথে। ফিচারের কথা বললে, Samsung Galaxy M15 5G হ্যান্ডসেটে 90 হার্টজ রিফ্রেশ রেটের sAMOLED ডিসপ্লে, মিডিয়াটেকের প্রসেসর, সর্বশেষ অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম ওএস, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 6,000 এমএএইচ ব্যাটারি উপস্থিত।

বিশেষ অফার সহ সস্তায় কিনুন Samsung Galaxy M15 5G

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম15 5জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 13,299 টাকা থেকে। এই দাম এর 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত উচ্চতর বিকল্পের দাম থাকছে 14,799 টাকা। এটি - ব্লু টোপাজ, সেলেস্টিয়াল ব্লু এবং স্টোন গ্রে কালার অপশনে লঞ্চ হয়েছে।

আগ্রহীরা সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে এই ফোন কিনতে পারবেন। এক্ষেত্রে বিশেষ অফারের অধীনে ডিভাইসটি 1,000 টাকা পর্যন্ত সাশ্রয় করে কেনা সম্ভব। এর জন্য HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে আপনাদের। যারপর এই ফোন নূন্যতম 12,299 টাকা খরচ করে পকেটস্থ করা যাবে। এদিকে স্যামসাং গ্যালাক্সি এম15 5জি স্মার্টফোনের সাথে 1,699 টাকা মূল্যের একটি বৈধ 25 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

Samsung Galaxy M15 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম15 5জি স্মার্টফোনে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত 6.6-ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ভি sAMOLED ডিসপ্লে প্যানেল। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 6 জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ সংযুক্ত থাকছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ানইউআই 6 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Samsung Galaxy M15 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মিলবে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এই ফোনে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 25 ওয়াট চার্জিং সমর্থন করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকছে।

Show Full Article
Next Story