মাত্র 999 টাকায়…..! নতুন 5G ফোন লঞ্চের আগে বিশেষ অফার চালু করল Samsung

স্যামসাং ভারতে আগামী সপ্তাহেই তাদের M-সিরিজের দুটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগামী 8 এপ্রিল Samsung Galaxy M55...
Ananya Sarkar 5 April 2024 6:56 PM IST

স্যামসাং ভারতে আগামী সপ্তাহেই তাদের M-সিরিজের দুটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগামী 8 এপ্রিল Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G লঞ্চ হবে এদেশে। তবে তার আগেই, ব্র্যান্ডটি এখন Galaxy M15 5G-এর জন্য এক্সক্লুসিভলি অ্যামাজন ইন্ডিয়াতে (Amazon India) এক বিশেষ অফার সহ প্রি-বুকিং চালু করেছে।

Samsung Galaxy M15 5G-এর প্রি বুকিং চালু হল Amazon-এ

স্যামসাং গ্যালাক্সি এম15 5জি অ্যামাজন পে (Amazon Pay) ব্যালেন্স ব্যবহার করে 999 টাকায় অ্যামাজন ইন্ডিয়া-এ প্রি-বুকিং করা যাবে। অগ্রিম বুকিং করলে ক্রেতারা মাত্র 299 টাকায় স্যামসাংয়ের 25 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পাবেন, যেটির দাম সাধারণত 1,299 টাকা৷ এই প্রি-বুকিং অফার আনুষ্ঠানিক লঞ্চের আগে 8 এপ্রিল পর্যন্ত বৈধ৷ এখানে লক্ষণীয় যে, গ্যালাক্সি এম15 5জি কেনার পরে 999 টাকার বুকিং ফি গ্রাহকের অ্যামাজন পে ব্যালেন্সে ফেরত দেওয়া হবে।

Samsung Galaxy M15 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম15 5জি-তে 90 হার্টজ রিফ্রেশ রেট ও 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ এস-অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে, যার আকার 6.5 ইঞ্চি। স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা 800 নিট। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর থাকবে। এতে দুটি র‍্যাম এবং স্টোরেজ বিকল্প মিলবে - 4 জিবি +128 জিবি এবং 6 জিবি +128 জিবি। পাওয়ার ব্যাকআপের জন্য, গ্যালাক্সি এম15 5জি-তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M15 5G-এ এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে, যা এফ/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.2 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের সাথে যুক্ত হবে। সেলফির জন্য, ফোনের সামনে এফ/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এই স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক ওয়ানইউআই 6.1 অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়াও, এতে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টোরেজ সম্প্রসারণের জন্য মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে।

Show Full Article
Next Story