বাজেটের মধ্যে Samsung Galaxy M16 5G ও Galaxy F16 5G ভারতে এন্ট্রি নিচ্ছে, পেল BIS থেকে ছাড়পত্র
গ্যালাক্সি F16 5G মডেলে 8 জিবি র্যাম, অ্যান্ড্রয়েড 15 ওএস, ARM Mali G57 MC2 জিপিইউ এবং ডাইমেনসিটি 6300 প্রসেসরের থাকবে।
খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে স্যামসাংয়ের দুটি স্মার্টফোন। এই স্মার্টফোনগুলির নাম Samsung Galaxy M16 5G ও Samsung Galaxy F16 5G। ডিভাইস দুটি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করেনি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি। তবে সম্প্রতি আসন্ন ডিভাইস দুটিকে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে (Geekbench) দেখা গেছে। এখন আবার এগুলি ভারতের BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সাইটে উপস্থিত হয়েছে।
Samsung Galaxy M16 5G ও Galaxy F16 5G পেল BIS থেকে অনুমোদন
সার্টিফিকেশন সাইট অনুযায়ী, গ্যালাক্সি M16 5G ডিভাইসটির মডেল নম্বর SM-M166P/DS ও গ্যালাক্সি F16 5G এর মডেল নম্বর SM-E166P/DS। মডেল নম্বর ছাড়া যদিও সার্টিফিকেশন সাইট থেকে আর কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। তবে বিআইএস সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পাওয়ার অর্থ উভয় ফোনই খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে। কিছুদিন আগে এদেরকে ওয়াই-ফাই অ্যালায়েন্স ডেটাবেসেও খুঁজে পাওয়া গিয়েছিল।
বাজেট সেগমেন্টে আসতে পারে Samsung Galaxy M16 5G ও Galaxy F16 5G
ওয়াই-ফাই অ্যালায়েন্স ডেটাবেস অনুসারে, উভয় স্যামসাং ফোনে ওয়াই-ফাই এ/বি/জি/এন/এসি কানেক্টিভিটি, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড এবং ডুয়াল সিম সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড 14 ওএসে কাজ করবে। তবে গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, গ্যালাক্সি F16 5G মডেলে 8 জিবি র্যাম, অ্যান্ড্রয়েড 15 ওএস, ARM Mali G57 MC2 জিপিইউ এবং ডাইমেনসিটি 6300 প্রসেসরের থাকবে। একই প্রসেসর দেখা যেতে পারে গ্যালাক্সি M16 5G ডিভাইসেও।
আগামী মাসে লঞ্চ হতে পারে Galaxy S25 সিরিজ
স্যামসাং ফ্যানেরা অপেক্ষা করে আছেন Galaxy S25 সিরিজের জন্য। এই সিরিজ কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করেনি সংস্থা। তবে টিপস্টার @sondesix জানিয়েছে যে, স্যামসাং 22 জানুয়ারী, 2025 তারিখে Galaxy Unpacked ইভেন্ট আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে লঞ্চ হতে পারে গ্যালাক্সি S25 সিরিজের ফোনগুলি। কোম্পানি এই সিরিজের অধীনে তিনটি ডিভাইস অফার করতে পারে – গ্যালাক্সি S25, S25+ এবং S25 আল্ট্রা। ফিচার হিসেবে এই সিরিজে 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা থাকবে।
গ্যালাক্সি F16 5G মডেলে 8 জিবি র্যাম, অ্যান্ড্রয়েড 15 ওএস, ARM Mali G57 MC2 জিপিইউ এবং ডাইমেনসিটি 6300 প্রসেসরের থাকবে।