সস্তায় দুর্দান্ত পারফরম্যান্স দেবে Samsung Galaxy M16 5G, ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ উপস্থিত হল Geekbench-এ
Samsung Galaxy M16 5G গিকবেঞ্চে SM-M166P মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এখানে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে 552 ও মাল্টি কোর টেস্টে 1611 স্কোর করেছে।
Samsung এবার তাদের M সিরিজের নতুন ফোন হিসেবে Galaxy M16 5G এর উপর কাজ করছে। এটি চলতি বছরের এপ্রিলে লঞ্চ হওয়া Galaxy M15 5G এর উত্তরসূরি হিসেবে আসবে। আজ আসন্ন এই ডিভাইসকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চ-এ দেখা গেছে। এখান থেকে ফোনটির প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। সবথেকে উল্লেখযোগ্য যে, Galaxy M16 5G এর গিকবেঞ্চ স্কোর Galaxy A16 এর বেশি দেখা গেছে। অর্থাৎ M সিরিজের স্মার্টফোনটি আরও ভালো পারফরম্যান্স অফার করতে পারে।
Samsung Galaxy M16 5G উপস্থিত হল Geekbench-এ
স্যামসাং গ্যালাক্সি M16 5G গিকবেঞ্চে SM-M166P মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এখানে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে 552 ও মাল্টি কোর টেস্টে 1611 স্কোর করেছে। যেখানে Galaxy A16 ফোনটি এই প্ল্যাটফর্মে যথাক্রমে 514 এবং 1464 পয়েন্ট পেয়েছিল। জানা গেছে উভয় স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে চলবে। ফলে M সিরিজের হ্যান্ডসেটটি আরও ভালো কুলিং ও সফটওয়্যার অপ্টিমাইজেশান সহ আসবে বলে মনে হচ্ছে।
গিকবেঞ্চ থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি M16 5G অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে। আবার এখানে ফোনটি 8 জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। তবে আমাদের বিশ্বাস এটি আরও অনেক র্যাম ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হবে।
Galaxy M16 5G কি অফার করতে পারে
স্যামসাং বরাবরই M ও A সিরিজের ডিভাইসগুলিতে একই ধরনের ফিচার অফার করে। সেক্ষেত্রে গ্যালাক্সি M16 5G ও গ্যালাক্সি A16 5G ফোনের হার্ডওয়্যারের মধ্যে অনেক মিল দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, আপকামিং স্যামসাং M সিরিজের স্মার্টফোনে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এটি 5,000 এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে এবং এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
দাম
আমাদের অনুমান আসন্ন স্যামসাং গ্যালাক্সি M16 5G এর দাম 15 হাজার টাকার আশেপাশে রাখা হবে। উল্লেখ্য গ্যালাক্সি M15 5G এর ভারতে দাম শুরু হয়েছিল 12,999 টাকা।
Samsung Galaxy M16 5G গিকবেঞ্চে SM-M166P মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এখানে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে 552 ও মাল্টি কোর টেস্টে 1611 স্কোর করেছে।