৯৫০০ টাকা ডিসকাউন্টে কিনুন Samsung এর এই 5G ফোন, রয়েছে আরও অনেক অফার
Amazon Dhanteras Sale : বর্তমানে প্রায় প্রত্যেক ভারতবাসীই উৎসবের কেনাকাটায় মশগুল হয়ে আছেন। আর তাই, গোটা অক্টোবর মাস...Amazon Dhanteras Sale : বর্তমানে প্রায় প্রত্যেক ভারতবাসীই উৎসবের কেনাকাটায় মশগুল হয়ে আছেন। আর তাই, গোটা অক্টোবর মাস জুড়েই প্রায় সমস্ত অনলাইন ও অফলাইন শপিং সাইটগুলি সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে ভারী ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ করে দিয়ে বিক্রি বাড়াতে ব্যস্ত৷ যেমন, ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স পোর্টাল Amazon স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি লোভনীয় অফার নিয়ে হাজির হয়ে গেছে। সংস্থাটি তাদের 'Amazon Great Indian Festival' সেলের অংশ হিসাবে 'ধানতেরাস' উপলক্ষে Samsung Galaxy M33 স্মার্টফোনকে ফ্লাট ৩৮% ডিসকাউন্ট সহ উপলব্ধ করেছে। আবার ডিসকাউন্টের পাশাপাশি, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আপনারা উক্ত মডেলকে ১,৫০০ টাকারও কমে বাড়ি নিয়ে আসতে পারবেন। অতএব একটি মিড-রেঞ্জের 5G হ্যান্ডসেটকে ফিচার ফোনের দামে পকেটস্থ করার সুযোগ থাকছে। আসুন ই-কমার্স সাইটটি Galaxy M33 এর সাথে কি কি অফার দিচ্ছে দেখে নেওয়া যাক।
অ্যামাজনে Samsung Galaxy M33 ফোনের সাথে উপলব্ধ অফার
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৪,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের 'ধানতেরাস স্পেশাল' সেলে এটিকে বর্তমানে ৩৮% বা ৯,৫০০ টাকা ছাড়ের সাথে ১৫,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।
অন্যান্য অফারের কথা বললে, যারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা ধার্য মূল্যের উপর ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। আবার কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ৭৪১ টাকার নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ থাকছে। এছাড়া পুরোনো মোবাইল পরিবর্তন করে স্যামসাংয়ের এই ৫জি স্মার্টফোনটি কিনলে মিলবে ১৪,০৫০ টাকার এক্সচেঞ্জ বোনাস। ফলে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে আলোচ্য মডেলকে কেবল ১,৪৪৯ টাকা খসিয়ে বাড়ি নিয়ে আসা যাবে। প্রসঙ্গত এটি তিনটি কালারে উপলব্ধ - ডিপ ওশান ব্লু, এমারেল্ড ব্রাউন এবং মিস্টিক গ্রিন।
Samsung Galaxy M33 5G -এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে প্যানেল। পারফরম্যান্সের জন্য উক্ত মডেলে ব্যবহার করা হয়েছে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এই ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ উপলব্ধ। তবে স্যামসাংয়ের নিজেস্ব RAM Plus ফিচার এই ডিভাইসে বিদ্যমান থাকায়, ফিজিক্যাল র্যাম বাদেও ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M33 5G ফোনের পিছনে অবস্থিত ক্যামেরা মডিউলে চারটি সেন্সর রয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে আছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএইচ ক্যাপাসিটির ব্যাটারি। আর নিরাপত্তার জন্য এতে মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।