সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy M33 5G ফোনে 3850 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এক্ষুনি অর্ডার করুন

আপনি যদি 15 থেকে 16 হাজার টাকার মধ্যে শক্তিশালী ব্যাটারির 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য একটি সেরা...
Julai Mondal 26 Dec 2024 8:28 PM IST

আপনি যদি 15 থেকে 16 হাজার টাকার মধ্যে শক্তিশালী ব্যাটারির 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য একটি সেরা ডিল আছে। আসলে Samsung এর 6000mAh ব্যাটারির একটি ফোন ফ্লিপকার্টের সেলে দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট এই স্মার্টফোনটি 3,850 টাকা সস্তায় বিক্রি করছে। আর এই ডিভাইসের নাম Samsung Galaxy M33 5G। আসুন এর সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M33 5G ফোনের সাথে বাম্পার ছাড়

স্যামসাং গ্যালাক্সি M33 5G একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, এটি 20,499 টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু সীমিত সময়ের অফারে এটি বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। এখানে আমরা স্যামসাং গ্যালাক্সি M33 5G এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের কথা বলছি, এটি বর্তমানে 16,649 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি, ব্যাঙ্ক অফ বরোদার কার্ড দিয়ে পেমেন্ট করলে 750 টাকা অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে।

Samsung Galaxy M33 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

এই ফোনে 6.6 ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে র‌্যাম প্লাস ফিচার পাবেন, যা ফোনের মোট র‌্যাম বাড়িয়ে 16 জিবি পর্যন্ত করবে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের মেমোরি 1 TB পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 1280 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং ডিভাইসে রয়েছে বিশেষ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা লেন্স।

Show Full Article
Next Story