Galaxy M34 আসতেই দাম কমলো Samsung Galaxy M33 5G ফোনের, কিনুন 5000 টাকা সস্তায়

Samsung সম্প্রতি ভারতে তাদের নতুন Galaxy M34 স্মার্টফোন লঞ্চ করেছে। আর উত্তরসূরী আসতেই দাম কমিয়ে দেওয়া হয়েছে পূর্বসূরীর। আজ্ঞে হ্যাঁ! Samsung Galaxy M33 5G এখন…

Samsung সম্প্রতি ভারতে তাদের নতুন Galaxy M34 স্মার্টফোন লঞ্চ করেছে। আর উত্তরসূরী আসতেই দাম কমিয়ে দেওয়া হয়েছে পূর্বসূরীর। আজ্ঞে হ্যাঁ! Samsung Galaxy M33 5G এখন কম দামে কেনা যাবে। কোম্পানি এই ফোনের মূল্য ২,০০০ টাকা কমিয়েছে। এছাড়া কোম্পানির ওয়েবসাইটে ডিভাইসটি ব্যাংক ও অ্যাপ ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। আসুন Samsung Galaxy M33 5G এর নতুন দাম জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M33 5G এর নতুন মূল্য ও অফার

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমানো হয়েছে। এই ভ্যারিয়েন্টের আগে মূল্য ছিল ২০,৪৯৯ টাকা। তবে এখন ২,০০০ টাকা কমে এটি ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি বিভিন্ন অফারের সাথে পাওয়া যাবে। যেমন HDFC ব্যাঙ্কের‌ ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা ১,০০০ টাকা ছাড় পাবেন। আবার Samsung Shop অ্যাপ থেকে ডিভাইসটি কিনলে মিলবে ২,০০০ টাকা ডিসকাউন্ট। শুধু তাই নয়, Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১০ শতাংশ ছাড়।

Samsung Galaxy M33 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy M33 5G ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি স্ক্রিনের এইচডি+ ডিসপ্লে। আর স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এছাড়া Samsung Galaxy M33 5G এর পিছনে এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য Samsung Galaxy M33 5G ফোনে এক্সিনস ১২৮০ প্রসেসর ও ৮ জিবি পর্যন্ত প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে চলে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।