Offer: Samsung-এর এই নতুন 5G ফোনে মিলছে 9 হাজার টাকার বেশি ছাড়, কিনতে দেরি করবেননা
ভারতের বাজারকে আকর্ষিত করতে মাত্র কয়েক সপ্তাহ আগে Samsung কোম্পানি Galaxy M34 5G নামে একটি নতুন মিড-রেঞ্জার স্মার্টফোন...ভারতের বাজারকে আকর্ষিত করতে মাত্র কয়েক সপ্তাহ আগে Samsung কোম্পানি Galaxy M34 5G নামে একটি নতুন মিড-রেঞ্জার স্মার্টফোন লঞ্চ করেছে। আর একাধিক কাজের ফিচার থাকায় ইতিমধ্যেই এটি ক্রেতামহলে বেশ সাড়া ফেলেছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কিনতে চান এবং আপনার প্রথম পছন্দ হয় Samsung-এর এই 'M' সিরিজের স্মার্টফোনটি, তাহলে এতে উপলব্ধ সাশ্রয়ী অফার মিস করা কিন্তু একদমই ঠিক হবেনা। আসলে সুপরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India এখন Samsung Galaxy M34 5G হ্যান্ডসেটে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। ফলত আপনি এটি সস্তায় কিনে বড় AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, বিশাল ব্যাটারি ও স্টোরেজের মতো একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন।
সস্তায় Samsung Galaxy M34 5G কেনার সুযোগ, দেখুন দাম
স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২৩,৪৯৯ টাকা, কিন্তু বর্তমানে অ্যামাজনে এটি ২২% ফ্ল্যাট ডিসকাউন্টে ১৮,৯৯৯ টাকায় বিক্রি করছে। মানে এই ফোনে আপনি পাবেন পুরো ৯,০০০ টাকার ছাড়। আবার এইচডিএফসিআই (HDFC), অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং আরও নির্বাচিত কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাওয়া যাবে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়।
এখানেই নয়, আপনি যদি কোনো পুরোনো ফোন থাকে এক্সচেঞ্জ করে এই নতুন স্যামসাং ফোন কেনার চেষ্টা করেন তাহলে সর্বোচ্চ ১৭,৭৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ থাকবে। যদিও পুরোনো ফোনের অবস্থা এবং মডেলের উপর এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে। তাই সবমিলিয়ে আপনি ফোনটি ১০,০০০ টাকার অনেক কমে পেয়ে যেতে পারেন। চাইলে এটি নো-কস্ট ইএমআইতেও কেনা যাবে।
Samsung Galaxy M34 5G-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ এস-অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে এক্সিনস ১২৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম থাকবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। আবার ফটোগ্রাফির জন্য এর ইউজার পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ব্লু, ডার্ক ব্লু এবং সিলভার কালার অপশনে পাওয়া যাবে।