Samsung ভারতে আনছে দু’টি নতুন ফোন Galaxy M34 5G ও Galaxy F34 5G, শীঘ্রই লঞ্চ

স্যামসাং (Samsung) শীঘ্রই ভারতে কয়েকটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর এখন Galaxy M এবং Galaxy F সিরিজের দুটি নতুন…

স্যামসাং (Samsung) শীঘ্রই ভারতে কয়েকটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর এখন Galaxy M এবং Galaxy F সিরিজের দুটি নতুন ফোন বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা এগুলির শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। এই দুটি হ্যান্ডসেট যথাক্রমে Galaxy M34 5G এবং Galaxy F34 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে। তবে, এই ডিভাইসগুলি সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি। আসন্ন স্যামসাং ফোনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M34 5G এবং Galaxy F34 5G-কে দেখা গেল BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট অনুযায়ী, SM-M346B/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি এবং SM-E346B/DS মডেল নম্বর সহ গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোন দুটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি কোনও স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, নিশ্চিত করেছে যে ফোনগুলি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে।

যদিও, আনুষ্ঠানিকভাবে কোন তথ্য উপলব্ধ নেই, তবে স্যামসাংয়ের গ্যালাক্সি এম এবং গ্যালাক্সি এফ সিরিজের বাজারজাতকরণের পদ্ধতিতে দুটি ফোনের মধ্যে কিছু মিল আশা করা যায়। জানিয়ে রাখি, গ্যালাক্সি এফ সিরিজটি ফ্লিপকার্ট-এক্সক্লুসিভ, এবং এই ফোনগুলি বেশিরভাগই তাদের গ্যালাক্সি এম সিরিজের সমকক্ষীয় মডেলগুলির মতো একই স্পেসিফিকেশন অফার করে।

প্রসঙ্গত, এই প্রথম Samsung Galaxy M34 5G এবং Galaxy F34 5G সম্বন্ধে কোনও তথ্য সামনে এল, তাই এগুলির স্পেসিফিকেশন সম্পর্কিত বিবরণগুলি আপাতত অজানাই রয়েছে। তবে জল্পনা রয়েছে যে, দুটি ফোনই গত মার্চ মাসে ভারতে লঞ্চ হওয়া Galaxy A34 5G-এর মতো একইরকম স্পেসিফিকেশনের সাথে আসতে পারে। তাই আসুন বিদ্যমান Samsung Galaxy A34 5G-এর স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Samsung Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A34 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে একটি ওয়াটারড্রপ নচ এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Galaxy A34 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Galaxy A34 5G-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের সমন্বয়ে গঠিত। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A34 5G-এ ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

তবে মনে রাখবেন, যেহেতু Galaxy A34-এর রিব্র্যান্ডেড সংস্করণ হওয়ার এই তথ্যটি অনুমান নির্ভর, তাই Galaxy M34 5G এবং Galaxy F34 5G-এ সম্পূর্ণ ভিন্ন স্পেসিফিকেশন থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। দুটি ফোনকেই বিআইএস-এ দেখা গেছে, তাই শীঘ্রই এগুলির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন