4000 টাকা পর্যন্ত সস্তা হল Samsung Galaxy M34 5G ফোন, শুধু এই কালার ভ্যারিয়েন্টে অফার
আপনি কি Samsung ফোনের ফ্যান? তাহলে এই মুহূর্তে Samsung Galaxy M34 5G কিনতে পারেন। এই ডিভাইসটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে...আপনি কি Samsung ফোনের ফ্যান? তাহলে এই মুহূর্তে Samsung Galaxy M34 5G কিনতে পারেন। এই ডিভাইসটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে কিছুটা কমে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এটি স্যামসাংয়ের সবচেয়ে সস্তা 5জি ফোন, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া Samsung Galaxy M34 5G ডিভাইসে পাওয়া যাবে ওআইএস সাপোর্ট সহ প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 6000 এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy M34 5G এর দাম ও অফার
লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এম34 5জি এর 6 জিবি + 128 জিবি মডেলের দাম ছিল 16,999 টাকা, আর 8 জিবি + 128 জিবি মডেলের দাম ছিল 18,999 টাকা। এটি তিনটি কালারে এসেছিল - মিডনাইট ব্লু, প্রিজম সিলভার এবং ওয়াটারফল ব্লু।
তবে ফ্লিপকার্টে ফোনটির 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্ট সর্বনিম্ন মূল্যে উপলব্ধ। এর মিডনাইট ব্লু কালার ভ্যারিয়েন্টটি এখন ফ্লিপকার্টে 14,370 টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে ওয়াটারফল ব্লু কালার ভ্যারিয়েন্টের দাম পড়বে 14,378 টাকা এবং স্যামসাং গ্যালাক্সি এম34 5জি এর প্রিজম সিলভার কালার ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 14,500 টাকা। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের লাভও ওঠানো যাবে।
আরও পড়ুন: 10 হাজার টাকার কমে AI ফিচার সহ 5G স্মার্টফোন
যেসব ক্রেতা Samsung Galaxy M34 5G কেনার সময় ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তারা 1500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ফলে তখন এর দাম কমে দাঁড়াবে 12,870 টাকা (14,370 - 1500)। অর্থাৎ লঞ্চের সময়ের দামের সাথে তুলনা করলে প্রায় 4000 টাকা সস্তা হবে।
Samsung Galaxy M34 5G কেনার আগে দেখুন ফিচার
Samsung Galaxy M34 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এর ব্যাকপ্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর।
আরও পড়ুন: Samsung Galaxy Tab S10 Plus 5G ও Tab S10 Ultra 5G কিনতে কত খরচ হবে
আবার পারফরম্যান্সের জন্য এতে মালি জি-68 জিপিইউ সহ এক্সিনস 1280 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy M34 5G অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 6 কাস্টম স্কিনে চলবে। এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
COPYRIGHT 2024
Powered By Blinkcms