50MP OIS ক্যামেরা ও 6,000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে Samsung Galaxy M35 5G

স্যামসাং তাদের M-সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Galaxy M35 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে...
Ananya Sarkar 18 March 2024 5:20 PM IST

স্যামসাং তাদের M-সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Galaxy M35 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে, কেননা ফোনটি এখন সুপরিচিত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এর সাইটে দেখা গেছে, যা পারফরম্যান্সের পাশাপাশি চিপসেট, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করেছে। এটি গত জুলাই মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy M34 5G-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। Galaxy M35 5G-এর বিষয়ে এখনও অবধি কি কি তথ্য উঠে এসেছে আসুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M35 5G হাজির Geekbench সাইটে

গিকবেঞ্চ প্রকাশ করেছে যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি M35 5G স্মার্টফোনটি SM-M356B মডেল নম্বর বহন করে। অফিশিয়াল নাম প্রকাশ না হলেও, স্যামসাং গ্যালাক্সি M3x সিরিজের আগের প্রজন্মের স্মার্টফোনগুলির মডেল নম্বরের সাথে মিল বিবেচনা করে অনুমান, এটি গ্যালাক্সি M35 5G হতে পারে। স্যামসাং গ্যালাক্সি M34 5G এবং M33-এর মডেল নম্বর ছিল যথাক্রমে SM-M346B এবং SM-M336B৷

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং স্মার্টফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে 656 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1,967 পয়েন্ট স্কোর করেছে। লিস্টিংটি এও প্রকাশ করেছে যে, এই স্যামসাং ফোনটিতে ইন-হাউস Exynos 1380 প্রসেসর ব্যবহার হবে। এই 5 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি চিপসেটটিতে 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি Cortex-A78 কোর, 2.0 গিগাহার্টজ গতির চারটি Cortex-A55 কোর এবং গ্রাফিক্সের জন্য Mali G68 জিপিইউ যুক্ত রয়েছে৷ গিকবেঞ্চ ডেটাবেস থেকে এও জানা গেছে যে, ডিভাইসটি 6 জিবি র‍্যামের সাথে আত্মপ্রকাশ করবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে।

এখনও পর্যন্ত, শুধুমাত্র ফোনটির র‍্যাম, ওএস এবং চিপসেটের সম্পর্কিত তথ্যগুলিই জানা গেছে। আশা করা হচ্ছে যে, এই স্যামসাং ডিভাইসটি গত সপ্তাহে লঞ্চ হওয়া Samsung Galaxy A35 5G-এর ডাউনগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ হবে। আর Galaxy M-সিরিজের স্মার্টফোনগুলির সাম্প্রতিক ট্রেন্ডের কারণে আসন্ন ফোনটিতেও বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

জানিয়ে রাখি, সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy A35 5G-তে 120 হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর সাপোর্ট এবং ইনফিনিটি-ও নচ সহ 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে৷ এটি Exynos 1380 প্রসেসর এবং Mali G68 জিপিইউ-এর সাথে এসেছে। ফোনটিতে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Galaxy A35 5G-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। আর সামনে 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা৷ এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। পরিশেষে, ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক ওয়ান ইউআই 6 (OneUI 6) কাস্টম স্কিনে করে।

Show Full Article
Next Story