Samsung Galaxy M35 5G ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি
আজ স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের ওপর থেকে পর্দা সরালো সংস্থা। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সেটআপ সহ একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি স্মার্টফোনটি আজ ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ডিভাইসটি ইতিমধ্যেই বিশ্বের কয়েকটি বাজারে পাওয়া যাচ্ছে। এটিতে তার পূর্বসূরির তুলনায় ক্রমবর্ধমান আপগ্রেড রয়েছে। ডিভাইসটি ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা প্রাইস ব্র্যাকেটের স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করে। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি হ্যান্ডসেটে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এই নবাগত ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের দাম এবং লভ্যতা
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের বেস ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। হ্যান্ডসেটটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ২১,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। এটি মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু এবং থান্ডার গ্রে কালার শেডে এসেছে। স্মার্টফোনটি অ্যামাজন, স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং সারা দেশের রিটেইল স্টোর থেকে কেনা যাবে। লঞ্চ অফারের অংশ হিসাবে, স্যামসাং সীমিত সময়ের জন্য ১,০০০ টাকা ছাড় দিচ্ছে এবং ব্যাঙ্ক কার্ডগুলির সাথেও ২,০০০ টাকা ছাড় রয়েছে৷
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে বিশাল ৬.৬ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং চারপাশে স্লিম বেজেল দেখা যায়। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে৷ স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। ডিজাইনের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর এবং পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে।
পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ডিভাইসটিতে হিট ডিসিপেশনের জন্য একটি ভেপার কুলিং চেম্বার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট বিদ্যমান। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ানইউআই ৬.১ কাস্টম স্কিনে রান করে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি চার বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ অফার করবে। ডিভাইসটিতে একটি স্যামসাং ওয়ালেট এবং একটি সুবিধাজনক ট্যাপ-এন্ড-পে ফিচার রয়েছে।
আজ স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের ওপর থেকে পর্দা সরালো সংস্থা। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সেটআপ সহ একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে এসেছে।