ভারতে আসছে Samsung-এর জোড়া 5G স্মার্টফোন, BIS থেকে পেল লঞ্চের ছাড়পত্র

স্যামসাং সম্প্রতি M সিরিজের অধীনে Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G ভারতের বাজারে লঞ্চ করেছে৷ তবে এখানেই...
Ananya Sarkar 10 April 2024 4:33 PM IST

স্যামসাং সম্প্রতি M সিরিজের অধীনে Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G ভারতের বাজারে লঞ্চ করেছে৷ তবে এখানেই না থেকে কোম্পানি আরেকটি M-সিরিজের স্মার্টফোন এদেশে আনতে চলেছে বলে জানা গেছে, যা Samsung Galaxy M35 নামে আত্মপ্রকাশ করতে পারে। এখন এটি Samsung Galaxy F35-এর সাথে বিআইএস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা ভারতে উভয় ফোনেরই আসন্ন আগমনের দিকে ইঙ্গিত করছে।

Samsung Galaxy M35 এবং Galaxy F35 শীঘ্রই আসতে চলেছে ভারতের বাজারে

SM-M356B/DS এবং SM-E356B/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম35 এবং স্যামসাং গ্যালাক্সি এফ35 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। উভয় ফোনের মডেল নম্বরে “DS” অক্ষর নির্দেশ করে, এগুলিতে ডুয়েল-সিম সাপোর্ট থাকবে৷ এছাড়া স্যামসাং গ্যালাক্সি এম35 এবং স্যামসাং গ্যালাক্সি এফ35 সম্পর্কে বিআইএস থেকে বেশি কিছু জানা যায়নি।

তবে, ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এম35 5জি-কে SM-M356B মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। বেঞ্চমার্ক অনুসারে, এই ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস 1380 প্রসেসরটি ব্যবহৃত হবে, যা মালি জি68 জিপিইউ এবং 6 জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy A35 5G ফোনেও তাদের ইন-হাউস Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। এই আসন্ন M-সিরিজ হ্যান্ডসেটটি Galaxy A35-এর ওপর ভিত্তি নির্মিত বলে মনে করা হচ্ছে, তবে এতে কিছু পরিবর্তনও দেখা যেতে পারে। জানিয়ে রাখি, Samsung Galaxy A35 5G-তে 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন, 1,000 নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A35 5G ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A35 5G-তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি উন্নত অডিওর জন্য একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে এবং IP67 রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে।

Show Full Article
Next Story