Samsung Galaxy M54 হবে সংস্থার সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ প্রসেসরের ফোন, কত দাম জেনে নিন

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং (Samsung)-এর M-সিরিজটি একটি “ভ্যালু-ফর-মানি” লাইনআপ হিসাবে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। সাধারণত এই লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি সাশ্রয়ী মূল্যে একাধিক…

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং (Samsung)-এর M-সিরিজটি একটি “ভ্যালু-ফর-মানি” লাইনআপ হিসাবে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। সাধারণত এই লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি সাশ্রয়ী মূল্যে একাধিক চিত্তাকর্ষক স্পেসিফিকেশন অফার করে থাকে। বর্তমান প্রজন্মের M-সিরিজের সর্বোচ্চ-স্তরের মডেল হল Galaxy M53, যা গত এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। আর এখন, কোম্পানি Galaxy M53-এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Samsung Galaxy M54 নামে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগেই এক পরিচিত ইউটিবার তার সাম্প্রতিক ভিডিও-এ এই আসন্ন ফোনটির রেন্ডারের পাশাপাশি সমগ্র স্পেসিফিকেশনের তালিকা ও মূল্য সংক্রান্ত বিবরণগুলি প্রকাশ করেছেন। চলুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Samsung Galaxy M54-এর প্রধান স্পেসিফিকেশন

স্যামসাং (Samsung), ওপ্পো (Oppo) এবং শাওমি (Xiaomi)-এর বিভিন্ন ডিভাইস সম্পর্কীত তথ্যগুলি ফাঁস করার জন্য সুপরিচিত ভিয়েতনামের ইউটিউবার “দ্য পিক্সেল” (The Pixel) আসন্ন স্যামসাং গ্যালাক্সি এম৫৪-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি শেয়ার করেছেন। তার দাবি, স্যামসাংয়ের নয়া ফোনটিতে ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে থাকবে। আর সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরে মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এম৫৪ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চলিত হবে। জেন নেমিং কনভেনশনে স্যুইচ করার আগে এটি ছিল ২০২০ সালে উন্মোচিত কোয়ালকমের শীর্ষ-স্তরের প্রসেসর। যদিও এটি একটি পুরানো চিপসেট, তবে এই চিপটি এখনও পর্যন্ত এম-সিরিজের স্মার্টফোনে ব্যবহৃত প্রসেসরগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M54 ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত৷ আর সেলফির জন্য, ফোনের সামনে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।

এছাড়া, ডিভাইসটি কমপক্ষে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি কনফিগারেশনে পাওয়া যাবে বলেও জানা গেছে। টিপস্টার আরও অনুমান করেছেন যে, কিছু দেশের বাজারে Galaxy M54-এর একটি ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই গ্যালাক্সি ফোনটি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।

উল্লেখ্য, মূল্যের বিষয়ে টিপস্টার জানিয়েছেন যে, ভিয়েতনামে Samsung Galaxy M54-এর দাম প্রায় ১,০০,০০,০০০ ভিয়েতনামী ডং রাখা হতে পারে, যা প্রায় ৩৪,০০০ টাকার সমতুল্য। সূত্রটি আরও দাবি করেছে যে, ফোনটি ভিয়েতনামে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর অর্থাৎ ২০২৩-এর শুরুর দিকে আত্মপ্রকাশ করবে। টিপস্টারের দাবি সঠিক হলে, Samsung Galaxy M54 হবে সংস্থার সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ফোন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন