সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy M55 5G নাকি OnePlus Nord CE 4 কেনা লাভজনক হবে
সম্প্রতি ভারতের বাজারে পা রাখে Samsung Galaxy M55 5G। এটি হল একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যার দাম শুরু হচ্ছে 26,999 টাকা...সম্প্রতি ভারতের বাজারে পা রাখে Samsung Galaxy M55 5G। এটি হল একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যার দাম শুরু হচ্ছে 26,999 টাকা থেকে। ফিচার হিসাবে এতে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, কোয়ালকমের চিপসেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর উপস্থিত। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে চলতি মাসেরই প্রথমদিনে আত্মপ্রকাশ করা OnePlus Nord CE4 5G এর। চলুন এই দুই স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।
Samsung Galaxy M55 5G Vs OnePlus Nord CE 4 5G : দাম
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম55 স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 টাকা। এছাড়া 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং টপ-এন্ড 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম থাকছে যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। এটি - ডেনিম ব্ল্যাক এবং লাইট গ্রীন কালার অপশনে এসেছে।
এদেশের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনের দাম 24,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই বিক্রয় মূল্য এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার উচ্চতর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে 26,999 টাকা। এটি - ডার্ক ক্রোম এবং সেলডন মার্বেল কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy M55 5G Vs OnePlus Nord CE 4 5G : ডিসপ্লে, সেন্সর
স্যামসাং গ্যালাক্সি এম55 5জি স্মার্টফোনে রয়েছে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) sAMOLED প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন - 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। তদুপরি নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1100 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। পাশাপাশি এই টাচস্ক্রিন অ্যাকোয়াটাচ (Aquatouch) প্রযুক্তি সার্টিফায়েড। যার দরুন ভেজা হাতেও স্ক্রিন ব্যবহার করা যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ থাকছে।
Samsung Galaxy M55 5G Vs OnePlus Nord CE 4 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
স্যামসাং গ্যালাক্সি এম55 5জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর এবং অ্যাড্রেন 644 জিপিইউ সমন্বিত। অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ানইউআই 6 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এর সাথে চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
ভালো পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিনে রান করে। এর সাথে দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট উপলব্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্টোরেজ হিসাবে 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি মিলবে। এই ফোনে অতিরিক্তভাবে আরো 8 জিবি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করে।
Samsung Galaxy M55 5G Vs OnePlus Nord CE 4 5G : ক্যামেরা সেটআপ
Samsung Galaxy M55 5G স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS, VDIS ও এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + এফ/2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিওগ্রাফির জন্য এফ/2.2 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 4 5G ফোনের রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল বিদ্যমান, যার মধ্যে ডুয়েল ক্যামেরা অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর (সাইজ : 1/1.95 ইঞ্চি) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ এদিকে ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। এর ক্যামেরাগুলি 30fps রেটে 4কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার আরএডাব্লিউ এইচডিআর (RAW HDR) অ্যালগরিদম আরও উৎকর্ষমানের ছবি তুলতে সাহায্য করে।
Samsung Galaxy M55 5G Vs OnePlus Nord CE 4 5G : কানেক্টিভিটি বিকল্প, ব্যাটারি
কানেক্টিভিটি বিকল্প হিসাবে Samsung Galaxy M55 5G স্মার্টফোনে 5G SA/NSA, 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 এসি (2.4 গিগাহার্টজ + 5 গিগাহার্টজ), ডুয়েল সিম স্লট, ব্লুটুথ 5.3, জিপিএস, গ্লোনাস, এনএফসি, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে। এটি 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus Nord CE 4 5G ফোনে কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই 802.11 এ/বি/জি/এন/এসি/6, ব্লুটুথ 5.4, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বিডিএস, এবং ইউএসবি টাইপ-সি 2.0 পোর্ট সামিল থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।