দুর্নাম ঘুচিয়ে দুর্দান্ত ফাস্ট চার্জিং স্মার্টফোন আনছে Samsung, স্পিড কেমন জেনে যান

স্যামসাং তাদের একটি নতুন M-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে৷ এটিকে Samsung Galaxy M55 5G নামে বাজারে পেশ করা হবে বলে জানা গেছে। ফোনটি…

স্যামসাং তাদের একটি নতুন M-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে৷ এটিকে Samsung Galaxy M55 5G নামে বাজারে পেশ করা হবে বলে জানা গেছে। ফোনটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটের পাশাপাশি সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসেও উপস্থিত হয়েছে। আর এখন, Samsung Galaxy M55 5G গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন সাইটে কিছু স্পেসিফিকেশন সহ দেখা গিয়েছে।

Samsung Galaxy M55 5G দেখা গেল Google Play Console প্ল্যাটফর্মে

SM-C5560 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম55 5জি ফোনটি গুগল প্লে কনসোলের ডেটাবেসে উপস্থিতি হয়েছে। এই সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, ফোনটি SM7450 কোডনেম যুক্ত একটি প্রসেসর দ্বারা চালিত হবে। তথ্য অনুযায়ী, চিপসেটটি 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কায়রো 770 কোর এবং 1.8 গিগাহার্টজ গতির আরও চারটি কায়রো 770 কোর দ্বারা গঠিত। প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 644 জিপিইউ যুক্ত রয়েছে। এই কোর কনফিগারেশন স্যামসাং গ্যালাক্সি এম55 5জি-এর জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসরের দিকে নির্দেশ করছে। ফোনটি 8 জিবি র‍্যাম সহ তালিকাভুক্ত হয়েছে, তবে লঞ্চের সময় আরও অপশন আসতে পারে। স্যামসাং গ্যালাক্সি এম55 5জি-এর একই হার্ডওয়ার স্পেসিফিকেশন এর আগে গিকবেঞ্চ ডেটাবেসেও প্রকাশ করা হয়েছে।

এছাড়া গুগল প্লে কনসোলের সার্টিফিকেশন অনুসারে, Samsung Galaxy M55 5G-এর ডিসপ্লে রেজোলিউশন 1,080 x 2400 পিক্সেল হবে এবং ডিসপ্লেটি 450 ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে। এগুলি ছাড়া, লিস্টিং থেকে আর কোনও অতিরিক্ত তথ্য সামনে আসেনি। তবে এফসিসি সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, এটি 45 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

সম্প্রতি, সুপরিচিত টিপস্টার মুকুল শর্মা প্রকাশ করেছেন যে,Samsung Galaxy M55 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে৷ এতে উল্লম্বভাবে সজ্জিত স্যামসাংয়ের সিগনেচার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাট ফ্রেম থাকবে। Galaxy M সিরিজের এই নয়া ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে।