একঘেয়ে ডিজাইন আর নয়, নজরকাড়া স্টাইলে দারুণ ফোন আনছে Samsung

স্যামসাং চলতি বছরের শুরুতে Samsung Galaxy M55 এবং Samsung Galaxy F55 ফোন দুটি লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে কোম্পানি M সিরিজের অধীনে একটি নতুন…

Samsung Galaxy M55S 5G Design Renders Key Specs Leak

স্যামসাং চলতি বছরের শুরুতে Samsung Galaxy M55 এবং Samsung Galaxy F55 ফোন দুটি লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে কোম্পানি M সিরিজের অধীনে একটি নতুন ডিভাইস প্রস্তুত করছে। আসন্ন এই ফোনটি হল Samsung Galaxy M55s। আনুষ্ঠানিক লঞ্চের আগে এখন এই হ্যান্ডসেটটির রেন্ডার ফাঁস হয়েছে, যা দেখিয়েছে যে এতে M লাইনআপের অন্যান্য ডিভাইসের তুলনায় ভিন্ন ডিজাইন রয়েছে। আসুন Samsung Galaxy M55s সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy M55s ফোনের রেন্ডার

বেশিরভাগ স্যামসাং মিড-রেঞ্জ ফোনের মতো, স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস হ্যান্ডসেটের ব্যাক প্যানেলটি সম্ভবত প্লাস্টিকের তৈরি হবে। কিন্তু এতে একটি অনন্য টেক্সচার দেখা যাবে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে কমপক্ষে তিনটি স্বতন্ত্র টেক্সচার দৃশ্যমান এবং এটি স্যামসাং গ্যালাক্সি এম৫৫ এবং এফ৫৫ মডেলের ম্যাট ফিনিশ থেকে খুব আলাদা।

যদিও ডিজাইনটি ভিন্ন, তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি অনেকটা পরিচিত। স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস মডেলের কোর হার্ডওয়্যার বিদ্যমান স্যামসাং গ্যালাক্সি এম৫৫ এবং স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ এর মতো হবে বলে আশা করা হচ্ছে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটিতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ (সম্ভবত মাইক্রোএসডি সম্প্রসারণ ক্ষমতা সহ) মিলবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M55s অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে আসবে বলে জানা গেছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy M55s ডিভাইসটি 45 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

উল্লেখ্য, গত জুলাই মাসে Samsung Galaxy M55s হ্যান্ডসেটটি ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন পেয়েছে। গত মাসে ডিভাইসটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা প্রকাশ করেছে যে এতে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট থাকবে। এখন, এর ডিজাইনটিও প্রকাশ্যে এল। তবে কোম্পানি কবে স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে, তা এখনও স্পষ্ট নয়। আশা করা যায় শীঘ্রই এবিষয়ে আরও তথ্য অনলাইনে প্রকাশিত হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন