অপেক্ষা শেষ, Samsung Galaxy M55s 5G আগামী সপ্তাহে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে
গতকাল ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy F05। এরপর দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ডটি M সিরিজের নতুন ডিভাইস হিসেবে...গতকাল ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy F05। এরপর দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ডটি M সিরিজের নতুন ডিভাইস হিসেবে Samsung Galaxy M55s 5G ভারতে আনছে। আগামী ২৩ সেপ্টেম্বর এই ফোনটি ভারতে লঞ্চ হবে। অ্যামাজন ইন্ডিয়ায় তরফে ইতিমধ্যেই এই হ্যান্ডসেটের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে এবং এখানেই Samsung Galaxy M55s 5G এর ভারতে লঞ্চের তারিখ ও এর বিশেষ বিশেষ ফিচার প্রকাশ করা হয়েছে।
Samsung Galaxy M55s 5G আগামী সপ্তাহে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
লঞ্চের তারিখ সহ স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি এর প্রাপ্যতা জানা গেছে। নতুন এই স্যামসাং ফোনটি অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। আর এটি থান্ডার ব্ল্যাক এবং কোরাল গ্রিন কালার অপশনে পাওয়া যাবে, যার পিছনে ডাবল ডিজাইন প্যাটার্ন দেখা যাবে।
Samsung Galaxy M55s 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি ডিজাইনের দিক থেকে পাতলা হবে, এটি ৭.৮মিমি পুরু হবে বলে জানা গেছে। আর এর সামনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড 120Hz ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ও ১২ জিবি পর্যন্ত র্যাম। আবার এতে ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ আরও বাড়ানো যাবে।
আরও পড়ুন: Jio-র দুর্দান্ত রিচার্জ প্ল্যান, Airtel এর অর্ধেক দামে আনলিমিটেড কল, ডেটা সহ নেটফ্লিক্স সাবস্ক্রিপশন
ক্যামেরার কথা বললে, Samsung Galaxy M55s 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
এছাড়া জানা গেছে, Samsung Galaxy M55s 5G ডুয়েল রেকর্ডিং ফিচার সহ আসবে, যার মাধ্যমে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন।