অফারের পঞ্চরত্ন! সেলে 50 শতাংশ পর্যন্ত সস্তায় মিলছে এই 5টি Samsung ফোন, দাম 11000 টাকার মধ্যে
বাজারে মোবাইল ব্র্যান্ড হিসেবে ভরসার আরেক নাম Samsung – দুই দশকের কাছাকাছি সময় ধরে এই বিদেশী সংস্থাটি ভারতের মানুষকে...বাজারে মোবাইল ব্র্যান্ড হিসেবে ভরসার আরেক নাম Samsung – দুই দশকের কাছাকাছি সময় ধরে এই বিদেশী সংস্থাটি ভারতের মানুষকে বিভিন্ন ধরণের হ্যান্ডসেট উপহার দিয়ে আসছে। সেক্ষেত্রে আপনিও যদি Samsung-এর ভক্ত হন এবং এই মুহূর্তে সস্তায় এই ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে Amazon বা Flipkart। কেননা এখন দুটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মেই Republic Day Sale চলছে, যেখানে Samsung-এর বেশ কিছু বাজেট ফোন দামের চেয়ে অনেক সস্তায় কেনার সুযোগ মিলছে। এগুলিতে আপনি ভালো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই প্রতিবেদনে আমরা অফারে উপলব্ধ এমনই পাঁচ-পাঁচটি Samsung ফোনের কথা বলব….
প্রজাতন্ত্র দিবসের সেলে সস্তায় মিলছে এই পাঁচটি Samsung ফোন
১. Samsung Galaxy M04: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এটি ৫০% ছাড়ে ৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সাথে আছে ১০% ব্যাঙ্ক অফার কাজে লাগানোর সুবিধাও।
এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
২. Samsung Galaxy F04: এই ফোনটিরও দাম পড়বে ৫,৯৯৯ টাকা তবে আপনাকে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল থেকে কেনাকাটা করতে হবে।
এর ফিচার আগের ফোনটির অনুরূপ।
৩. Samsung Galaxy F13: ফ্লিপকার্টে এটি ৪০% ছাড়ে মাত্র ৭,৪৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ।
এই ফোনে পাবেন গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার।
৪. Samsung Galaxy F14 5G: রিপাবলিক ডে সেলে ফোনটি ফ্লিপকার্ট থেকে ৪০% ছাড়ে ১০,৪৯০ টাকা দিয়ে কেনা যাবে।
এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
৫. Samsung Galaxy M14 5G: এই ফোনটি অ্যামাজনে ১১,৯৯৯ টাকায় মিলবে।
এতেও আগের ফোনটির মতো সমস্ত ফিচার আছে।