Samsung Galaxy Quantum 5 স্মার্টফোন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার লঞ্চ হয়েছে। নয়া এই ডিভাইসটি এআই ফাংশন এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি সিকিউরিটি সহ বাজারে এসেছে। এছাড়া Samsung Galaxy Quantum 5 ফোনে পাওয়া যাবে মেটাল ফ্ল্যাট ফ্রেম, 5000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Quantum 5 এর দাম
স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম 5 এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,18,200 ওন (প্রায় 38,700 টাকা)। এটি অসাম আইসব্লু, অসাম নেভি এবং অসাম লিলাক কালারে এসেছে। ফোনটি আপাতত দক্ষিণ কোরিয়ার লঞ্চ হয়েছে, এটি অন্যান্য দেশে কবে আসবে তা এখনও অজানা।
আরও পড়ুন: JioCloud: জিও ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন ক্লাউড স্টোরেজ, কীভাবে মিলবে 100GB স্টোরেজ
Samsung Galaxy Quantum 5 এর ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম 5 স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080×2340 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এই ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস+। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড 2.75 গিগাহার্টজ। আবার ডুয়েল সিম সাপোর্টের এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে Samsung Galaxy Quantum 5 এর স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হ্যান্ডসেটটিতে ডেটা এনক্রিপশন উন্নত করতে রয়েছে কোয়ান্টাম র্যান্ডম নম্বর জেনারেটর (কিউআরএনজি) চিপ।
আরও পড়ুন: ঘরে আনুন 43 ইঞ্চি স্ক্রিনের সবচেয়ে সস্তা Full HD স্মার্ট টিভি, এখান থেকে কিনুন
ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 5-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের Samsung Galaxy Quantum 5 ফোনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে সার্কেল টু সার্চের মতো এআই ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জে এই ব্যাটারি 28 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে।
সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ব্লুটুথ 5.3, জিপিএস, গ্লোনাস, এনএফসি, 3.5মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার।