50 হাজার টাকা ছাড় মিলছে এই প্রিমিয়াম Samsung ফোনটিতে, 5G-র সাথে পাবেন নানা কাজের ফিচার
প্রচুর জল্পনার পর অবশেষে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S23 FE। আর এই ফোনের...প্রচুর জল্পনার পর অবশেষে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S23 FE। আর এই ফোনের আগমনের কারণে এবার ব্যাপক কম দামে কেনার জন্য উপলব্ধ হল Samsung S20 FE 5G। হ্যাঁ, বর্তমানে ই-কমার্স সাইট Amazon India-য় খুব সস্তা দামে ফিচারে ঠাসা ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি ৬৩% Samsung S20 FE 5G ফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন, সাথে মিলবে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও। চলুন দেখে নিই, ঠিক কী অফারে বা কত দামে এই ফোনটি কেনা যাবে এবং Samsung S20 FE 5G-তে কী কী ফিচার ব্যবহারের সুযোগ মিলবে।
বিশাল ছাড়ে মিলছে Samsung Galaxy S20 FE 5G, দেখুন দাম
স্যামসাং গ্যালাক্সি এ২০ এফই ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি (MRP) ৭৪,৯৯৯ টাকা, তবে এখন এটিতে ৪৭,৩০৯ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এক্ষেত্রে ফোনটি ৬৩ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্টের কেনা যাবে যার ফলে খরচ হবে মাত্র ২৭,৬৯০ টাকা। শুধু তাই নয়, যদি পুরোনো ফোনের বদলে এই স্মার্টফোনটি খরিদের চেষ্টা করেন, তাহলে এক্সচেঞ্জ বোনাস হিসেবে আরও ২৪,৯০০ টাকা বাঁচানো যাবে।
Samsung Galaxy S20 FE 5G-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ২০ এফই ৫জি ফোনটি ২০২১ সালে লঞ্চ হয়েছিল। তবে দু বছর পুরোনো এই ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০) ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, যার সাথে মিলবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়া ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বহন করবে। এটির মাধ্যমে জ়ুম করে চাঁদের পরিষ্কার ছবি তুলতে পারবেন।