অবিশ্বাস্য অফার! এখন 30 হাজারের কমে মিলছে Samsung-এর এই দুর্দান্ত 5G ফ্ল্যাগশিপ ফোন

Samsung-এর 'S' সিরিজের ফোন অত্যন্ত আকর্ষণীয় হলেও, বেশি দামের কারণে সবাই চাইলেও সবসময় তা কিনে উঠতে পারেননা। আর তাই...
Anwesha Nandi 20 April 2024 3:11 PM IST

Samsung-এর 'S' সিরিজের ফোন অত্যন্ত আকর্ষণীয় হলেও, বেশি দামের কারণে সবাই চাইলেও সবসময় তা কিনে উঠতে পারেননা। আর তাই কোম্পানি সিরিজটির অধীনে সাশ্রয়ী মূল্যের 'Fan Edition' মডেলও লঞ্চ করে থাকে, যা ভারতীয় বাজারে বেশ ভালো বিক্রি হয়। যেমন 2022 সালে Galaxy S21 FE 5G ফোনটি মার্কেটে এনে ভালো সাড়া পাওয়ায়, গত বছর Samsung এটি নিজের Exynos প্রসেসরের বদলে Qualcomm Snapdragon চিপসেট দিয়ে রি-লঞ্চ করে এবং ফোনটি ব্যাপক বিক্রি হয়। সেক্ষেত্রে আপনি যদি সস্তায় ফ্ল্যাগশিপ কেনার কথা ভাবেন, তাহলে বেছে নিন এই Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনটিই – কেননা এতে দুর্ধর্ষ সব ফিচার রয়েছে, অন্যদিকে এখন Flipkart এই ফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে।

অবাক করা ছাড়ে মিলছে Samsung Galaxy S21 FE 5G ফোনটি

স্যামসাং গ্যালাক্সি এস21 এফই 5জি ফোনের গত বছর লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ভার্সনটির 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) 69,999 টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্টে এটি অবিশ্বাস্য ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র 29,999 টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে আপনি 5% ক্যাশব্যাক থেকে শুরু করে অতিরিক্ত কিছু সাশ্রয়ী অফার কাজে লাগাতে পারবেন।

তবে আরও মোটা টাকা ছাড় পাওয়া যাবে এক্সচেঞ্জ অফারে – পুরোনো ফোনের বদলে এই স্যামসাং ফোন কিনলে 20,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দেবে কোম্পানি। যদিও পুরোনো ফোনের ব্র্যান্ড, মডেল, বর্তমান অবস্থা ইত্যাদির ওপর এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে, কিন্তু ভাগ্যবশত সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে যে স্মার্টফোনটির জন্য আপনাকে 9,599 টাকা ব্যয় করতে হবে। উপরন্তু, ফোনের কভার, পাওয়ার অ্যাডাপ্টার ইত্যাদিও কম্বো অফারে সস্তায় মিলবে।

Samsung Galaxy S21 FE 5G ফোনের স্পেসিফিকেশন

একটু পুরোনো হলেও স্যামসাং গ্যালাক্সি এস21 এফই 5জি ফোনে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.4 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 2340×1080 পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে রয়েছে 8 জিবি র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 4,500 এমএএইচ ব্যাটারি অফার করে।

আবার ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে মেলে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার 30x জুম ক্যাপাসিটি দিয়ে চাঁদের ছবিও তুলতে পারবেন কিংবা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K কোয়ালিটিতে। এছাড়া এটিতে ঝকঝকে সেলফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Show Full Article
Next Story