Samsung-এর 75 হাজারি ফোন মিলছে 20000 টাকার কমে, জুম করে তুলতে পারবেন চাঁদের দুর্দান্ত ছবি

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্পেশ্যাল অফার পাওয়া যায়, যার কারণে ফোন, ল্যাপটপ ইত্যাদি...
Anwesha Nandi 30 Jun 2023 7:04 PM IST

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্পেশ্যাল অফার পাওয়া যায়, যার কারণে ফোন, ল্যাপটপ ইত্যাদি দামী ইলেকট্রনিক্স প্রোডাক্ট সস্তায় কেনা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বাড়ি বসে একটি ভালো 5G স্মার্টফোন কম দামে কিনতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে এমনই একটি দুর্দান্ত অফারের সন্ধান! আসলে বর্তমানে ই-কমার্স জায়ান্ট Flipkart, Samsung Galaxy S21 FE নামক ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে এতটাই ডিসকাউন্ট দিচ্ছে যে এটি একটি বাজেট ফোনের দামে পকেটস্থ করা যাবে। আর এই ফোনটি কিনলে আপনি ব্যবহার করতে পারবেন ভালো মানের ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা। তো আসুন দেখে নিই Samsung Galaxy S21 FE-এ ঠিক কী অফার পাওয়া যাচ্ছে…

Samsung Galaxy S21 FE 5G-এর মূল্য এবং অফার

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৭৪,৯৯৯ টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্ট এটিকে ৫৬% ফ্ল্যাট ডিসকাউন্টে (পড়ুন অর্ধেকের বেশি ছাড়ে) ৩২,৯৯৯ টাকায় বিক্রি করছে। শুধু তাই নয়, এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ১৬,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে সংস্থাটি। মানে আপনি সব অফার কাজে লাগিয়ে এই প্রিমিয়াম স্যামসাং হ্যান্ডসেটটি পেয়ে যেতে পারেন মাত্র ১৬,২৯৯ টাকায়।

Samsung Galaxy S21 FE 5G-তে তোলা ছবি

প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে দামের ওপর অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যাবে, অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর ক্রেডিট কার্ডে মিলবে অতিরিক্ত ১,৫০০ টাকা ডিসকাউন্ট। এছাড়াও আপনি মাসিক ৩,৫৫৬ টাকার নো-কস্ট ইএমআইয়ে এটি খরিদ করতে পারবেন। এই অফারসমূহ ফোনটির প্রতিটি কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য।

Samsung Galaxy S21 FE ফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন বহন করে। এতে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর এক্সিনস প্রসেসর দেওয়া হয়েছে, সাথে আছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে মিলবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই স্যামসাং ফোনটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বহন করবে। এক্ষেত্রে এর রিয়ার ক্যামেরার ৩০এক্স (30x) জুম ফিচারকে কাজে লাগিয়ে আপনি তুলতে পারবেন চাঁদের ছবিও।

Show Full Article
Next Story