Samsung Galaxy S21 FE-র Snapdragon 888 ভার্সন লঞ্চ হল, 5,000 টাকা ছাড় সীমিত সময়ের জন্য

বেশ কিছুদিন ধরেই ভারতে Samsung Galaxy S21 FE এর Qualcomm Snapdragon 888 প্রসেসর ভার্সনের লঞ্চ নিয়ে জল্পনা চলছে। ফোনটির Exynos 2100 মডেল গত বছর জানুয়ারিতেই…

বেশ কিছুদিন ধরেই ভারতে Samsung Galaxy S21 FE এর Qualcomm Snapdragon 888 প্রসেসর ভার্সনের লঞ্চ নিয়ে জল্পনা চলছে। ফোনটির Exynos 2100 মডেল গত বছর জানুয়ারিতেই দেশে এসেছিল। এবার সংস্থার তরফে চুপিসারে Snapdragon 888 প্রসেসর দিয়ে ভারতে Samsung Galaxy S21 FE নতুন করে লঞ্চ করা হয়েছে। মডেলটি এখন দেশের অফলাইন স্টোরগুলিতে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে৷

Samsung Galaxy S21 FE এর Snapdragon 888 ভার্সন ভারতে লঞ্চ হল

স্যামসাং সম্প্রতি অফিশিয়ালা গ্যালাক্সি এস২১ এফই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে টিজ করেছিল। ইতিমধ্যে দোকানে ফোনটির বিক্রি শুরু হয়েছে। গ্যালাক্সি এস২১ এফই-এর এই মডেলটির দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। যদিও প্রারম্ভিক অফার হিসাবে ৪৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এটি।এক্সিনস প্রসেসরের বদলে কোয়ালকম চিপ অন্তর্ভুক্ত করা ছাড়া, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি মূলত অভিন্ন।

এতে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা অফার করে। ফটোগ্রাফির জন্য, এতে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে যা একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার সাথে যুক্ত। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S21 FE-এর Snapdragon 888 ভার্সনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, ব্লুটুথ ৫.০, এনএফসি, আইপি৬৮ (IP68) জল এবং ধুলো প্রতিরোধী রেটিং এবং ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং সাপোর্ট।