86 হাজারের Samsung ফোন 15000 টাকার কমে বেচছে Flipkart, এক্ষুনি কিনে ফেলুন!

বহু চর্চার পর সবেমাত্র Flipkart Big Billion Days সেল শুরু হয়েছে। ফলত পুজো শুরুর আগেই নিজের পছন্দের বা প্রয়োজনের...
Anwesha Nandi 8 Oct 2023 10:22 PM IST

বহু চর্চার পর সবেমাত্র Flipkart Big Billion Days সেল শুরু হয়েছে। ফলত পুজো শুরুর আগেই নিজের পছন্দের বা প্রয়োজনের প্রোডাক্ট সস্তায় কিনে নেওয়া যাবে। বিশেষ করে এই বিক্রয়পর্বে অনেক দামী স্মার্টফোন বিশাল ডিসকাউন্টে মানে খুব কম দামে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এবারের সেলে নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে আজ আমরা Flipkart Big Billion Days-এর এমন একটি অফারের কথা বলব যা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আসলে বর্তমানে সেল উপলক্ষে ই-কমার্স প্ল্যাটফর্মটি ৮৬ হাজার টাকার প্রিমিয়াম Samsung হ্যান্ডসেট ১৫ হাজারের কমে কেনার সুযোগ দিচ্ছে। বুঝতেই পারছেন এই অফার মিস করলে ঠিক কতটা লস হতে পারে? তাই আসুন, সময় থাকতে থাকতে দেখে নিই Flipkart কোন ফোনে ঠিক কী অফার দিচ্ছে।

Flipkart Sale: এখন ১৫,০০০ টাকার কমে পাবেন Samsung Galaxy S22 5G

আমরা যে ফোনটির অফার প্রসঙ্গে কথা বলছি, তা হল স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি। গতবছর এই স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৮৫,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল উপলক্ষে এটি অর্ধেকেরও কম দামে ৩৯,৯৯৯ টাকায় ((ফ্যান্টম হোয়াইট কালার ভ্যারিয়েন্ট) পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে পেয়ে যাবেন অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড়।

এখানেই শেষ নয়, আপনার কাছে যদি একটি পুরোনো স্মার্টফোন থাকে তাহলে আপনি সেটির বিনিময়ে স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি কিনলে ২৪,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারবেন। অর্থাৎ ভাগ্যবশত ফ্লিপকার্ট সেলের সমস্ত অফার কাজে লাগানো গেলে মাত্র ১৩,৮৯৯ টাকা খরচে এই ফোন হাতের মুঠোয় মিলবে। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ কিন্তু পুরোনো ফোনের অবস্থা, মডেল এবং ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

Samsung Galaxy S22 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক ২এক্স অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন থাকবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য প্রিমিয়াম ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,৭০০ এমএএইচ ব্যাটারি পাবেন। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও অফার করবে, যার সাহায্যে 8K ভিডিও রেকর্ড এবং 30x পর্যন্ত জুম করা যাবে।

Show Full Article
Next Story