Samsung-কে টেক্কা দিয়ে শেষ হাসি Apple এর,প্রত্যাশা পূরণে ব্যর্থ Galaxy S22 সিরিজ

স্যামসাং (Samsung) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি বিশ্ব বাজারে লঞ্চ করে। এই লাইনআপের অধীনে Galaxy S22, S22 Plus এবং S22…

স্যামসাং (Samsung) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি বিশ্ব বাজারে লঞ্চ করে। এই লাইনআপের অধীনে Galaxy S22, S22 Plus এবং S22 Ultra-এই ফোনগুলি বাজারে পা রেখেছে। আর লঞ্চের প্রায় দশ মাস পর এখন বর্তমান প্রজন্মের S-সিরিজের ডিভাইসগুলিকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, Samsung Galaxy S22-এর বিক্রয় বিভিন্ন কারণে কোম্পানির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই ফ্ল্যাগশিপ মডেলের মন্থর বিক্রয়ের অন্যতম কারণ হল সফ্টওয়্যারের ত্রুটি। অন্যদিকে, লো-এন্ড Galaxy A-লাইনআপের বিক্রয় দ্রুত বৃদ্ধিও এর আরও একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, অ্যাপলের নতুন iPhone 14 সিরিজটি দুই কোম্পানির মধ্যে গড় বিক্রয় মূল্য (ASP)-এর ব্যবধান বাড়িয়েছে বলে জানা গেছে।

Samsung Galaxy S22 কোম্পানির প্রত্যাশা পূরণ করতে এবং iPhone 14-এর সাথে বিক্রয় ব্যবধান কমাতে অসফল

বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ তাদের একটি রিপোর্টে জানিয়েছে যে, এবছরের তৃতীয় ত্রৈমাসিকে স্মার্টফোনের জন্য স্যামসাংয়ের গড় বিক্রয় মূল্য বা এএসপি (ASP) বছরে মাত্র ২% বৃদ্ধি পেয়েছে, যেখানে অ্যাপলের এএসপি বেড়েছে ৭%। এই প্রবণতা চতুর্থ ত্রৈমাসিকেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। আরেকটি কারণ যা স্যামসাংয়ের বিক্রয়কে প্রভাবিত করতে পারে, তা হল বিশ্ববাজারে কোম্পানির ব্র্যান্ড পজিশনিং। যদিও, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি শিপমেন্টের পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা। তবে, এগুলির মধ্যে বেশিরভাগই কমদামি মডেল যা ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার মতো নির্দিষ্ট অঞ্চলে জনপ্রিয়।

অন্যদিকে, আইফোন ১১ থেকে আইফোন ১৩ সহ অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেলগুলি সর্বাধিক সরবরাহ করা মডেলের শীর্ষ ১০-এর তালিকায় আধিপত্য বিস্তার করেছে। সেখানে, গ্যালাক্সি জেড ফ্লিপ-এর মতো স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনগুলি কোরিয়া এবং ইউরোপের বাইরে সীমিত প্রভাব ফেলতে পেরেছে। এই সমস্যাগুলির সমাধান করার জন্য, কিছু বিশ্লেষক পরামর্শ দিয়েছেন যে, স্যামসাংকে তার ব্র্যান্ড পজিশনিং সংশোধন করার কথা বিবেচনা করা উচিত, যাতে বিশ্ব বাজারে অ্যাপলের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে আরও ভাল প্রতিযোগিতা করা যায়।

উল্লেখ্য, স্যামসাংকে বৈদেশিক বাজারে তাদের পণ্যের প্রচারের জন্য আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন, বিশেষ করে সেইসব স্থানে যেখানে গ্যালাক্সি ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের ধারণা কোরিয়ার তুলনায় ভিন্ন। Samsung Galaxy S22 এবছরের শুরুতে ৫জি প্রযুক্তির ওপর ফোকাস করে লঞ্চ হয়েছে, কিন্তু এটি বিক্রি বাড়ানোর জন্য এবং অ্যাপলের সাথে বিক্রয়ের ব্যবধান কম করার জন্য যথেষ্ট হবে কিনা তা দেখার প্রয়োজন ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।