সেল ছাড়াই 57,000 টাকার ফ্ল্যাট ছাড়! এত সস্তায় Samsung-এর ‘Ultra’ প্রিমিয়াম ফোন বারবার মিলবেনা

আপনি কি দীর্ঘ সময় ধরে কম খরচে একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? আর এক্ষেত্রে আইফোনের বদলে আপনার পছন্দ অ্যান্ড্রয়েড ডিভাইস? তাহলে ঝটপট নিজের করে…

আপনি কি দীর্ঘ সময় ধরে কম খরচে একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? আর এক্ষেত্রে আইফোনের বদলে আপনার পছন্দ অ্যান্ড্রয়েড ডিভাইস? তাহলে ঝটপট নিজের করে নিন Samsung-এর ‘S’ সিরিজের অন্যতম জনপ্রিয় ‘Ultra’ স্মার্টফোনটি। আসলে কয়েকদিন আগে সামার সেল শেষ হলেও, এখন কোনো বিশেষ অফার ছাড়াই Samsung Galaxy S22 Ultra ফোনটি দারুণ সস্তায় কেনার সুযোগ দিচ্ছে Amazon India। আপনি ফোনটি কেনার ক্ষেত্রে সরাসরি ৫৭ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন।

শুধু তাই নয়, এই হাই-এন্ড হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে আকর্ষণীয় (পড়ুন ৫০ হাজার টাকার বেশি) এক্সচেঞ্জ অফারও কাজে লাগানো যাবে, যার ফলে এর দাম একেবারেই কমে আসবে। আর একবার স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা কিনলে 108MP ক্যামেরা থেকে শুরু করে উন্নতমানের AMOLED ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, স্টাইলাস S-Pen সাপোর্টের মতো ফিচার উপভোগ করতে পারবেন।

সেল ছাড়াই অনেক সস্তা Samsung Galaxy S22 Ultra, দেখুন দাম

অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ১,৩১,৯৯৯ টাকা, তবে এখন কোনো সেল ছাড়াই ই-কমার্স প্ল্যাটফর্মটি এটিকে ৪৩% ছাড়ে ৭৪,৯৯৯ টাকায় বিক্রি করছে। অর্থাৎ আপনি এই প্রিমিয়াম স্মার্টফোনটি কেনার সময় পুরো ৫৭,০০০ টাকা বাঁচাতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অফার নেই, তবে অ্যামাজন পে ব্যালেন্স (Amazon Pay Balance)-এর মাধ্যমে পেমেন্ট করলে ৫০০ টাকা ক্যাশব্যাক মিলবে।

এছাড়া যদি পুরোনো ফোনের বদলে এই স্যামসাং স্মার্টফোনটি অর্ডার করেন, তাহলে ৫৪,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুর ফায়দা পাওয়া যেতে পারে। যদিও এক্সচেঞ্জ ডিসকাউন্টের যথাযথ অঙ্কটা নির্ভর করবে যে মোবাইলটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল ইত্যাদির ওপর।

Samsung Galaxy S22 Ultra-র স্পেসিফিকেশন

দু-বছর আগে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৭৫০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে, যা গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ১ প্রসেসর, যার সাথে ১২ জিবি স্ট্যান্ডার্ড র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

আবার ফটোগ্রাফির জন্য এই প্রিমিয়াম ফোনটিতে পাবেন ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া আছে ৫জি কানেক্টিভিটির বিকল্পও। উল্লেখ্য, Samsung Galaxy S22 হ্যান্ডসেটটির চারটি কালার ভ্যারিয়েন্ট আছে – বার্গান্ডি, গ্রীন, ফ্যান্টম হোয়াইট ও ফ্যান্টম ব্ল্যাক।

(বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় এই অফার উপলব্ধ ছিল)