অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ফোন! বিশাল সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, দেরি করলে অফার মিস
ফ্লিপকার্টের সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটি পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়ের সাথে। প্রথমবার ফোনটিকে তার লঞ্চ প্রাইসের অর্ধেকেরও কম মূল্যে কেনা যাবে।
ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটি আসল মূল্যের অর্ধেকেরও কম দাম পাওয়া যাচ্ছে। আজ ফ্লিপকার্ট জিওএটি সেলের শেষ দিন, তাই ডিলের মেয়াদ শেষ হওয়ার আগে আগ্রহী ক্রেতাদের হাতে অল্প সময়ই আছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটি গত বছরের গোড়ার দিকে বাজারে এসেছিল। এখন ফোনটি কেনা কতটা লাভদায়ক হবে, আসুন দেখে নেওয়া যাক।
ফ্লিপকার্ট জিওএটি সেল: স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের ওপর পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে ৪৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ভারতে এর লঞ্চ প্রাইস ছিল ৮৯,৯৯৯ টাকা। সুতরাং, এই ফোনে ৫০ শতাংশেরও বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট একটি ১,০০০ টাকার কুপন ছাড়ও দিচ্ছে, যা কার্টে প্রয়োগ করা হবে।
এছাড়াও, যদি কোনও ক্রেতার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকে, তাহলে তিনি আরও ৫ শতাংশ ছাড় পেতে পারেন। এই ক্ষেত্রে, এটি প্রায় ২,২০০ টাকা ছাড় হবে৷ এগুলি ছাড়াও, ফ্লিপকার্টের কেস, চার্জার ইত্যাদির মতো অ্যাক্সেসরিগুলিতেও কম্বো অফার রয়েছে। কেনার বিকল্পগুলির মধ্যে রয়েছে তিন বা ৬ মাসের নো-কস্ট ইএমআই মোড এবং ৪৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও৷ ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলের জন্য, ফ্লিপকার্ট ৪৮ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে।
ফ্লিপকার্ট জিওএটি সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি কেনা কি লাভদায়ক ডিল হবে?
কমপ্যাক্ট এবং আরামদায়ক ফ্রেমের স্যামসাং গ্যালাক্সি এস২৩ যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করে, যা সম্ভব হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের জন্য। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনে ইউজাররা যেকোন অ্যাপ চালাতে পারেন এবং অ্যান্ড্রয়েড মার্কেট থেকে যেকোনও গেম খেলতে পারেন। উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্ট দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী। এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টেও দ্রুততর এবং আরও দক্ষ ইউএফএস ৪.০ স্ট্যান্ডার্ড রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের ৩,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়মিত কাজের জন্য সারাদিনব্যাপী ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপও যথেষ্ট উন্নত, তবে নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপের সাথে তুলনা করলে এর ত্রুটিগুলি লক্ষ্য করা যাবে।
ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়াই ইউআই কাস্টম স্কিনে চলছে। তবে এটি অ্যান্ড্রয়েড ১৫, অ্যান্ড্রয়েড ১৬ এবং অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাবে বলে জানা গেছে। বর্তমানে, এই ফোনেও গ্যালাক্সি এআই ফিচারগুলি পাওয়া যাচ্ছে। সুতরাং, সব মিলিয়ে চলতি জুলাই মাসেও স্যামসাং গ্যালাক্সি এস২৩ একটি খুব লাভজনকই ক্রয় হতে পারে।
তবে, এটি দ্রুত প্রসেসিং, উজ্জ্বল ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং একটি বড় ব্যাটারি সহ শাওমি সিভি ১৪, রিয়েলমি জিটি ৬ এবং আইকো নিও ৯ প্রো ফোনের মতো নতুন তবে সস্তা ফোনগুলির সাথে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তবে স্যামসাং ফোনটি জিপিইউ পারফরম্যান্সে এগিয়ে রয়েছে, তাছাড়া এটি আরও ভালো সফ্টওয়্যার এক্সপেরিয়েন্স এবং ফ্ল্যাগশিপের মতো অভিজ্ঞতা প্রদান করে।
ফ্লিপকার্টের সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটি পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়ের সাথে। প্রথমবার ফোনটিকে তার লঞ্চ প্রাইসের অর্ধেকেরও কম মূল্যে কেনা যাবে।