Samsung Galaxy s23 5G Price

স্টক শেষ করতে অর্ধেকের থেকেও কম দামে Samsung এর এই 5G ফোন, এত কমে এই প্রথম

স্যামসাং গ্যালাক্সি S23 5G এর আসল দাম 95,999 টাকা। তবে এটি এখন 54 শতাংশ সস্তায় কেনা যাবে।

Ankita Mondal 19 Dec 2024 4:07 PM IST

Samsung Galaxy S24 5G সিরিজ চলতি বছরের শুরুতে লঞ্চ হয়েছিল। স্যামসাংয়ের এই সিরিজ প্রায় এক বছর আগে এলেও আজও Galaxy S23 5G এর চাহিদা একদম কমে যায়নি। আসলে এই ডিভাইসেও উত্তরসূরির মতো প্রায় একই ধরনের ফিচার রয়েছে। তাই আপনি কম দামে ফ্ল্যাগশিপ ফিচার উপভোগ করতে চাইলে Samsung Galaxy S23 5G নিতে পারেন। আর এখন এটি অনেক কম দামে বিক্রি হচ্ছে।

ফলে একদিকে প্রিমিয়াম ফিচার ব্যবহারের হাতছানি আবার অন্যদিকে অর্থ সাশ্রয়ের সুযোগ, Samsung Galaxy S23 5G কিনলে দুই দিকেই লাভ হবে। আর শুধু ফিচার নয়, এর কমপ্যাক্ট ডিজাইনও মানুষের নজর কাড়বে। ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় জায়গাতেই এই স্মার্টফোনের সাথে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Samsung Galaxy S23 5G এর দাম কমেছে

স্যামসাং গ্যালাক্সি S23 5G কিনলে আপনি 5-6 বছর আরামে ব্যবহার করতে পারবেন। ফ্লিপকার্টে এটি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি S23 5G এর আসল দাম 95,999 টাকা। তবে এটি এখন 54 শতাংশ সস্তায় কেনা যাবে।

ছাড়ের পর এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আপনি কিনতে পারবেন মাত্র 43,999 টাকায়। অর্থাৎ সরাসরি 42 হাজার টাকা সাশ্রয় হবে। আবার এটি মাসিক কিস্তি দিয়েও কেনা যাবে। এরজন্য প্রতিমাসে 4,889 টাকা ইএমআই দিতে হবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও 5 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

Samsung Galaxy S23 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি S23 5G গতবছর লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন।

এটি IP68 রেটিং সহ এসেছে, যারফলেজলে লাগলেও এটি নষ্ট হবে না। প্রিমিয়াম ফোনে 6.1-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2x প্যানেল আছে। এই ডিসপ্লে 120Hz, HDR10+ এবং 1750 নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে এবং শীঘ্রই অ্যান্ড্রয়েড 15 আপডেট আসবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্যেও স্যামসাংয়ের এই ডিভাইসটি খুব ভালো। এতে 50+10+12 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story